QUOTES ON #BENGALIPOEM

#bengalipoem quotes

Trending | Latest
23 MAY 2021 AT 18:28

শীতের তীব্রতা কেটেছে তোমার ছোঁয়ায়,
আগলেছি তোমায়, হয়ে অদৃশ্য ছায়া।
এক নিমেষে ভুলে গেলে সব ,
পরে রইলো আমার অনুভূতির ভগ্ন মায়া।

-


21 JUN 2021 AT 17:37

জগৎ থেকে নিয়েছি, এই ভূমিতেই ফিরিয়ে দেবো ,
এটা দান নহে, শুধুই কর্তব্য ,
শূন্য হাতে এসেছি, খালি হাতেই ফিরে যাবো ।

-


2 MAY 2021 AT 18:28

নিজের থেকেও বেশি ভালোবেসেছি তোমায়,
তাই শাস্তি দিয়েছো, প্রিয়ে ।
ভালো থেকো, অন্য কারো সাথে,
আমিও জীবন সাজিয়েছি তোমার স্মৃতি দিয়ে ।

-


12 APR 2018 AT 15:39

থমকে যায় কালি দোয়াত গুঁড়ো হয়
জাঁতাকলের সংসারে,
আর সমাজ? তেমনি ছিল তেমনি আছে
পিছিয়ে যাচ্ছে আরও
আরও অন্ধকারে।।

-


14 DEC 2019 AT 11:49

মনখারাপ হলেও...
_____________________

মরচে ধরা মনটা আজও অনুরূপ প্রাণোচ্ছল,
অব‍্যক্ত আলাপেরা মাখে ভোরের শিশিরবিন্দু।
নিত্য জীবনে তোমার শব্দেরা স্থান পায় অন‍্যথা,
আমি নীলচে ব‍্যথার শৈবলিনী সাঁতরে পেরোই সিন্ধু।

সদ‍্য প্রেমিকহীন রাতে মায়ের স্নেহ আঘাতের প্রলেপ,
রাত বাড়লে ক্রমশ বিষণ্ণতা গ্ৰাস করে ক্ষয়প্রাপ্ত চিত্তে।
অতলস্পর্শী জীর্ণ স্মৃতিদের আনাগোনা অধরা স্বপ্নে...
সমান্তরালে সুখ খুঁজে নিই, বিশ্বাসী নই সম্পর্কের বৃত্তে৷

-


22 SEP 2021 AT 18:22

"ঈশানী" একটি বাংলা সাহিত্য পত্রিকা
_____________________________________
এই পত্রিকায় আমার (লেখক - সন্দীপন সাহা) কবিতা প্রকাশিত হতে চলেছে মহালয়ার শুভক্ষণে। এই পত্রিকায় বিভিন্ন লেখকের অসাধারণ গল্প,কবিতা,প্রবন্ধ ইত্যাদি রয়েছে। আপনারা এই পত্রিকা সংগ্রহ করতে চাইলে...
যোগাযোগ করুন : 7363074663
সম্পাদক : সাগ্নিক চট্টোপাধ্যায়
মূল্য : ১০০/-

-



নিদ্রার স্বপ্নবিলাসী দেশে,
খুঁজে পায় তোমায়,আলিঙ্গন আর স্পর্শে,
আবেগেরা হাতছানি দেয়,
তোমায় চিরকালীন পাওয়ার আশায়..
হাজারো স্বপ্ন মাখা তোমার রঙিন চোখে,
নিজেকে পাই মায়াময়ী প্রেয়সীর বেশে..
আলোর স্রোত যখন আবারো বয়ে আসে,
ফেলে আসি তোমায় স্বপ্ন মুখর অন্ধকার দেশে,

বিবাদটা বরং নিয়ত থাক,
ওই আলো আঁধারীতেই..

রয়েছি অপেক্ষায়, আশায় জড়ানো বুকে,
না হয় তোমায় আপন করে নেবো..
চির নিদ্রার দেশে ll

-


29 JUN 2020 AT 10:23

মাথার ভিতরে একটি অগোছালো স্মৃতির পান্ডুলিপি
উড়তে থাকে রাতের ঝোড়ো হাওয়ায়।
চোখের কোণে জমা জলে
আজও কিছু চিঠি ভেসে বেড়ায়।।

বহুদূরে, একটা ঠোঁট চাপা কান্না
ভোরের আযান শোনার অপেক্ষায় সারারাত জাগে।
কোথাও আবার, দুটো মানুষের চাপা হাসি ও ঘনঘন নিঃশ্বাস
ভোরে একটি নাইটকুইন ফুলগাছ পুঁতবে বলে সারারাত জেগে আছে।।

দেখি, আমার মতো তিলোত্তমাও রাতে জেগে ঘুমিয়ে থাকে।

-



চুপকথার পারদে প্রভাতী আবেগের স্রোতচিহ্ন আজি;
ধুয়েছে সেই অবিশ্রান্ত কোকিলের কুহুতানের স্পর্শে,,
ঝাঁকরাঙ্গা পায়রার নিশ্চুপ কোলাহল,
কেড়েছে আজ এই ব্যস্ত শহরের ব্যস্ততার অবকাশকে...
নিশ্চুপ আনমনার ষোড়শী ভাবনারা,দিনশেষে লাজুক সেই রূপকথার প্রান্তরে;
গোধূলির আবেশে বেসামাল ইচ্ছেরা আজ,
স্বপ্ন বুনে চলে ওই আলতো আবেগী চাদরে...
দিগন্তরেখার পাড়ে বৈকালি আশকারার টানে,মিশে থাকে সূর্য সাতরঙা ওই আবছা আলোর গভীরে।।।

-



স্বার্থ আজি নগ্ন যেন প্রতিশ্রুতির বদ্ধ কোপে,,
সংঘাত তাই পরাজিত আজ, মা তোমার আঁচলমাঝে...
অব্যক্ত অনুভূতি একফালি ভরসার আলো,
মা তোমার স্নিগ্ধভরা ওই কোলের পরশ
অভিনয়ঘেরা এই ভুবন মাঝে,
মা তুমি সত্যিই অতুলনীয় অভিনেতা!!
৯ মাস ১০ দিনের গর্ভে ধরার অপার যন্ত্রনা,
হাসিমুখে গ্রহণ করো তুমি নিজের সাথে...
সারাজীবন হৃদয় মাঝে রেখে, বিপদ আজও পারেনি ছুঁতে তোমার ওই স্নেহের টানে,
ভগবানকে আমি দেখিনি কখনো,কিন্তু আমি দেখেছি মা তোমাকে দশভুজারূপে...
তাই আজও ভগবান বা ভালোবাসার সমার্থক রূপে চিনেছি মা আমি তোমাকে,,
ঋণের জালে জর্জরিত আমি, জানি তোমার ঋণ শোধে অপারগ আমি;
সেই ঋণশোধ করার ধৃষ্টতা আমি দেখাই না...
কিন্তু তোমার মুখে হাসি রাখার দায়িত্বটা আমি আজীবন নিয়ে রাখবো নিজের কাঁধে।।।
-রূপাঞ্জনা






-