QUOTES ON #BARTHOTA

#barthota quotes

Trending | Latest
9 JUN 2020 AT 1:18

বৃষ্টি বরই অভিমানী
চোখের জল ও রাশি রাশি
অচেনা পথেও তোমায় খুঁজি.......
হয়তো,
তোমায় বড্ড ভালোবাসি।।
~~Mr.Fantastic💔

-


19 JUL 2017 AT 13:44

বৃষ্টির রাস্তায় অনেকেই ভিজে ভিজে যাচ্ছে,
কেউ যাচ্ছে ছাতা সাথে করে নিয়ে আসেনি বলে
আবার কারো কারো সাথে ছাতা থাকলেও শুধু ভেজার জন্যই ভিজছে ,
আবার কেউ হাটছে বৃষ্টির উপর শাসনের ভঙ্গিতেই,
সে নাকি বৃষ্টিকে তোয়াক্কা করেনা,
ছেলেটি হাটছে,
নিজের ব্যার্থতায় মোর চোখের আদ্রতা লুকানোর জন্যই

-


20 NOV 2018 AT 19:36

তোমার শহরের কোথাও আমি নাই
অথচ আমার পুরো শহরট জুড়ে তোমার ঠাঁয়,,
তুমি আমার ব্যস্ততায়
আর আমি তোমার অবসরেও দিশে হারা হয়।।

-


28 JUL 2022 AT 13:17

দিনের পর দিন পেরোবে
মাসের পর মাস
কিন্তু আমাদের আর দেখা হবে না।
থাকবে না ক্লাস শেষের অপেক্ষা,
থাকবে না সবাই কে আড়াল করে একবার চোখ মিলিয়ে নেওয়ার চেষ্টা।
বছর পেরিয়ে যাবে একাকিত্বে তোমায় পাবো না,
একটিবার ছুঁতে চাইলেও ছুঁতে পারবো না
জড়িয়ে ধরে ক্লান্তি মিটাতে চাইলেও পারবো না
আসলেই আমাদের আর দেখা হবে না।

-


20 JUN 2018 AT 3:15

-ব্যর্থতা-

কেন এত চেষ্টার পরেও,
পারছিনা??
না ওকে বুঝাতে পারলাম,
আর না নিজেকে৷
জানিনা ভালোবাসা,
আবেগ সব কোথায় গেল,


তবে কী সত্যিই সম্পর্কটা
টিকাতে আমি ব্যর্থ হবো??

-


7 JUL 2022 AT 15:44

ব্যার্থতা
আজ
বস্তবতা
দেখিয়েছে

-


8 AUG 2022 AT 11:10

ব্যর্থতা
ভাস্কর পাল

কঠোর তার পরশ গুলো হৃদয়ে আনে বসন্ত উল্লাস
ব্যর্থ হওয়া পদক্ষেপ গুলো যেন স্বচ্ছলতার উচ্ছাস
গুমরে মরা রাতের স্তব্ধতা কেমনে আনে নীরবতা
জীবনের প্রতিটা মুহুর্ত শিক্ষা নেয় যখন আসে ব্যার্থতা।

পুষ্প কুড়ি ফুটিলে পরে, ঝরে পরে সৌন্দর্যতা
শুকিয়ে গেলে থাকে না যে তার কোনোই মূল্যটা
হারিয়ে যাওয়া সময় গুলো, কেটে গেলো খুব সহজে।
নতুন সময় নতুন অধ্যায়ের সূচনার অবসাদে।।

জীবন্ত লাস প্রাচীর গড়ে ইতির পাতায় ইতিহাসে
জীবনের প্রতিটা মুহূর্তে যেন ব্যর্থতার চিহ্ন ফোটে-
কাটে একেকটা পাতা বইয়ের, শেষ হয় পুস্তক
কিছু লাইন ধরে রেখে, খুঁজে পাই জীবনের রসদ।

ব্যর্থ সময়, ব্যর্থ মুহূর্ত কেমনে যেন চমকে ওঠে
সে সময় আসিবে ব্যর্থতা, বুঝিনি তো তা আগে
সময় বয়ে যায়, কেবল স্মৃতির ছাপ রেখে যায়-
ব্যর্থতা গুলোই কেবল জীবনের পথ বোঝায়।।

-


25 OCT 2018 AT 8:55

সেবার পুরোনো ক্ষত গুলোর ওপরে নতুন জন্মানো নরম চামড়ায় আলতো চাপ দিতেই 'পাথরের' বুক থেকেও কিছুটা গরম নিঃশ্বাস আর কিছুটা গরম তরল কোথায় বেশ মিশে গেলো। 'পাথরের' বুকটা মোচড় দিয়েই আবার 'নিষ্প্রাণ' পরে রইলো। ..

-