QUOTES ON #BANGLAQUOTE

#banglaquote quotes

Trending | Latest
15 FEB 2019 AT 14:38

Imran Hassan Barbhuiya

-


8 JAN 2019 AT 14:35

যদি হঠাৎ কখনো দেখা হয়

ধরো,অনেক গুলি বছর কেটে গেছে
আগের মত আর দেখা হয়না তোমার আমার
কথা হয়না সেলফোনে,
হয়তো তুমি ও আর আগের মতো নেই
আগের মত আর বায়না ধরো না,
একটু কথা বলার ।

সংসার নিয়ে বড্ড ব্যাস্ত তুমি
কোনো নির্জন নদীর তীরে বসে
কারো কথা আর ভাবা হয় না।
কখনো অফিসে কাজের চাপে,
আবারও কখনো সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে
অতীত কে ভাবার আর সময় ই পাওনা!

যদি বা কোনোদিন কোনো সন্ধ্যায় আনমনে বসে
ভাবতে গিয়ে মনে পড়ে যায় সেই অতীত!
কোনো হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিকে।
যে কিনা একান্ত তোমার ছিল,
ভাবতে গিয়ে হয়ত ছোট্ট একটা দীর্ঘশ্বাস পরে!
তারপর আবার হারিয়ে যাও বর্তমানে॥

ধরো, এমন কোনো এক দিনে,
যদি হঠাৎ ই দেখা হয় তোমার আমার।
যদি মনে পরে যায়,পুরনো কে আবার!
কি করবে তুমি তখন?
চিনতে পারবে আমায়?

নাকি হবে মনে দ্বিধা,মুখের আদলে!
বারেক তাকাবে হয়তো,চেনা মনে হলে!
শ্লথ পায়ে ধীরে ধীরে সরে যাবে তুমি দূরে
আবার হারাবো তোমায়,সকলের ভিড়ে।

তখনই হয়তো তোমার মনের পর্দায়
ভাসবে পুরনো মুখ,কোনো অছিলায়
মুছে যাবে সংশয় স্মৃতির আড়ালে
অচেনা মুখ খানি আবার হারালে!

-


12 NOV 2019 AT 22:02

সাথী হারা মন শোনেনা বারণ,
শুধু কাছে চায় তোমাকে ।
কে সেই তুমি, তুমিই কি সেই ...?
যার মন চায় আমাকে ।।

তুমিই যদি হও সেই,
তবে থাকো কেন দূরে ...?
চলে এসো কাছে মোর,
বন্ধু হয়েই হাত বাড়াও তাহলে ।।

-


2 JUN 2020 AT 21:12

আমার সর্বাঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন ,,
তোমার ভালোবাসা ব্যক্ত হওয়ার এক নিদর্শন..

-


11 MAY 2020 AT 23:05

যা দিলে তার সবটা নিয়ে
ছাড়ছো যখন স্টেশন প্রিয়;
স্মৃতির বোঝাও প্রাক্তন হোক
আলগোছে সব কুড়িয়ে নিও।

-Nita Dey

-


13 DEC 2019 AT 11:02

কিছু স্মৃতি একাকীত্বের হাত ধরে খেয়ালী রোদ্দুরে শরীর ভেজায়;
কিছু অভিমান যান্ত্রিক ইগোর দোটানায় ডিপ্রেশনে মন ভাসায়!

-



আমার আমিতে বেশ আছি,
প্রয়োজন নেই আর কাউকে পাশে।
ফাঁকা রাস্তায় নস্টালজিয়া সঙ্গ নিয়েছে,
একাকিত্বের ক্যানভাসে।।

-


12 DEC 2019 AT 13:09

বুকের ভিতর জমতে থাকে জমাট বাঁধা ক্ষতের অসুখ;
অপেক্ষার দীর্ঘশ্বাসে জীবন খোঁজে একাকীত্বের সুখ!

-


10 DEC 2019 AT 8:48

অভিমান বাসা বেঁধেছে কালো মেঘের নীরবতায় ;
অভিযোগ সাজিয়ে রাখি এক আকাশ ভালোবাসায় !

-


14 JUN 2020 AT 17:09

আকাঙক্ষার অপূর্ণতায় কলস শূন্য,
শান্তির সন্ধানে পথ খোঁজে ভিন্ন।

-