I always thought that,
The day, i become an adult,
I will roam free without tensions and,
Dad's all cards in my pocket but,
I became an adult when,
Even with those cards in my pocket,
My heart chose atta over,
That sexy mini skirt....-
यह जो सब भारत में बाबर का जष्न माना रहे,
सही वक्त पर लकीर जरा इधर उधर खीच जाति;
तो आज आटा के लाइन में भीखमंगे के भाती रहते।-
দূষিত মনপাখি
মনপাখি তুই আজ কোথায় উড়ে গেলি?
সাধের এই দেহটিকে একলা ছেড়ে দিলি?
কাকে আজ তুই আমার চেয়েও আপন করে পেলি?
তোকে ছাড়া আজ আমি শুধুই ফুলের কুড়ি!
দেহ আছে, তবু প্রাণ নেই শরীরে;
ছেড়ে দিলি আজ আমায় এমনই অকালে?
তুই কি জানিস না তোকে ছাড়া আমি অর্ধাঙ্গনা!
তোকে ছাড়া আমি সম্পূর্ণ মানুষ হতে পারবো না।
কেনো তবে তুই উড়ে উড়ে বেড়াস?
কেনো তুই এভাবে সবাই কে কাঁদাস?
ঠকবাজ তুই, দূষিত তুই;
মনপাখি বলেই সব হৃদয়ের সাথে খেলা করিস শুধুই!
সত্যি বলতে তোর নেই কোনো সঠিক ঠিকানা,
অপার ভালোবাসার ক্ষুধা তোর, যেটা আজও তোর কাছে অজানা!!!
-২৬.০৩.২০১৬.-