QUOTES ON #RECENTCONDITION

#recentcondition quotes

Trending | Latest
14 JUN 2019 AT 11:43

*এখন সমাজ*

শহুরে দামে কেনা চাঁদের ঠোঁটে জমে ওঠে অন্ধকার,
রাত আর অতিথি নয়, ভাড়াটে, কাঁচের চুরি ভাঙার পেশাদার।
বদলে যাওয়া গলির মোড়ে কেউ আকাশের রং
চিনে নেয়, নিজের মত,
কারোর গায়ের দাগ মোছে না, শুধু চিলতে বুকে
বাতি জ্বলে, নেভার মত।
দেওয়াল গায়ে 'লাল সেলাম' ঠোকা, ওটা প্রাচীন বদঅভ্যাস,
বখাটে রোদ খিল্লি করে, রাস্তা জমায় সবুজ ছাতার সার্কাস।
দুটাকার রেশন-দোকানে ভিড় বেড়ে যায়, ঝাঁপি এখন বন্ধ,
প্রমান লোপাটে দর বাড়ে, কারিগর শোঁকে পুলিশি পকেটের গন্ধ।
শিক্ষানীতির গজগজানি, 'বঙ্গ' হবে 'বাংলা' আর কলকাতা লন্ডন,
কতটা ভাঙলে গড়া সহজ, শ্রষ্ঠা ও তার ব্যাকরণ?
আশ্বাস ঘাড়ে চেপে বসলেও, বিপ্লব চায় implementation,
ডাক্তার মার খায়, সাথে.. রুগী মরে,
তবু জীবাণুর ভিড়ে বাড়ে মারণ prosecution।
যেদিন থেকে ভাবা যায়, রেডলাইটের নষ্টামি সহজাত,
সেদিন থেকেই ভীতু শিরে, নিরাপত্তা এখন বিক্রিত।
মজছে ওদের ভুল ধারণা,
বুদ্ধিজীবির হাতে কটা নীরব প্রার্থনা!
তবু সমাজ যেমন, কালো কাপড় চোখে
'আসিফা'র ন্যায় লড়তে পারে,
আমজনতা চাইলে, দেওয়া
'সিংহাসনি সন্মান'টুকুও কাড়তে পারে!!

-


28 APR 2020 AT 9:06

सड़के वीरान है,
खामोश ये गलियारे है ।
जिन्दगी आज कैद है,
बस ये चार दीवारें है ।
न आने वाले कल का पता है,
न ही इस वक्त का ।
बस उम्मीद से जिन्दा है,
इंतजार है मौत का।

-


4 AUG 2019 AT 11:11

Kehna bohot hai par sunne wala koi nahi

-