QUOTES ON #ভাইফোঁটা

#ভাইফোঁটা quotes

Trending | Latest
29 OCT 2019 AT 19:04

সকল দিদি ও ভাই দের জানায়
শুভ ভাই ফোঁটা

-


16 NOV 2020 AT 7:17

তোর উপস্থিতির ঘটায় হয়েছে আমার জীবনের একাকিত্ব মোচন,
তোর প্রতি স্নেহ ও ভালোবাসায় বুক ভরে ওঠে, যখন তোর মুখে শুনি ওই 'দিদি' আবাহন।
সবসময় পূরণ করতে ইচ্ছা হয় তোর সমস্ত আবদার,
কথা দিলাম আমার মনে কেউ হবেনা তোর জায়গার অংশীদার।

-


16 NOV 2020 AT 16:57

ভাইবোনের বন্ধনে ভালো থাক সব খুনসুটি,
ফোঁটা-ধান-দুর্বো, ভালোবাসায় বিশ্বাসটা থাক ভীষণ খাঁটি।

-



বরাত পেল কপাল আজি বোনেরা দিল ফোঁটা, ভালোবাসা আর আশির্বাদে মিষ্টান্ন গোটা গোটা। সুপ্রভাত থেকে আনন্দোৎসব ভাইদের আগমন, নয়নদ্বয় ভরলো খুশিতে ভাইয়ের, বোনেদের ভরলো মন।
আপন গৃহ ছাড়িয়ে দিদি, বোন, বেঁধেছে
পরের গৃহ। দাদা,ভাইকে ভুলে সে ধীরে ধীরে হয়েছে পর।
পরকে করেছে আপন ওরা,
ভুলেছে নিজ বাসা। দুঃখে লড়েছে নিজ
সহিত শিখে নিয়েছে হাসা।
ভাতৃদ্বিতীয়া পুনরায় আসে,
বোঝাতে বোনেদের মান। এ যেন এক আপনের মিলন, আনন্দের জয়গান।

-


29 OCT 2019 AT 11:44

❤"ভাইফোঁটা"❤

তোর আমার সম্পর্কটা সবদিনই খুনসুটির।
মা তাই বলে তোদের জোড় নেই দুটির।
প্লেট ভর্তি আয়োজন।
বাড়ি ভর্তি আপনজন।
যদিও তুই একটু সবদিনই পেটুক।
কিন্তুু...
তুই এই একটা দিনে বলিস খানাপিনা বাদ দিয়ে আগে চন্দনের ফোঁটা কপালে আসুক।
প্রজ্জ্বলিত হোক সব বাড়ির প্রদীপ।
কেননা ভাই যে সকলের মধ্যসমুদ্রে ঠাঁই পাওয়া দ্বীপ।
ভাই তোর আনন্দে কাটুক সারাবেলা।
তোর জন্য সৃষ্টি হোক নিত্যনতুন সৃজনবেলা।
তোর আমার হোক অপেক্ষার অবসান।
আমরা সবদিনই থাকবো একে অপরের মুশকিল আসান।
তুই যে আমার রুক্ষ মাটির বরষা।
তুই আমার সমস্ত অসময়ের একমাত্র ভরসা।

-


29 OCT 2019 AT 8:55

ভালোবাসা বাঁধন পাক,ভাই-বোনের মনে।
❤❤

প্রতিটি ভাই-বোনকে,ভাইফোঁটার শুভেচ্ছা রইলো 😊😊

-



•• শুভ ভাইফোঁটা ••

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাটা ,
ভাই আমার সোনার ভাই, তোমার কোনো তুলনা নাই
সারাজীবন থাকবো সাথে, যত্ন করবো নিজের হাতে !
আসুক যত ঝড় তুফান, তুমি তুমি অন্ত প্রাণ
আকাশ জুড়ে যত তারা, দেব তোমার আশীষ ধারা !
তুমি আমি জীবনভোর, কাটা বিছায়ে যমের দোর
আমরা হবো অপার স্নেহে, বিপদ যত আসুক ধেয়ে
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিয়ে যাই তোমার ফোঁটা
হাজার হাজার বছর ধরে, রাখবো তোমার আগলে ধরে !
সাহস নেই যম দূতের হাত বাড়াবে আমাদের
এখন তবে করি শেষ, কেমন হলো হয়নি বেশ ?

-


16 NOV 2020 AT 11:17

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইদের ফোঁটা।

-


29 OCT 2019 AT 12:22

সকাল হয়েছে বোনদের আজ ভোর সাড়ে চার টাই
ভাইয়ের কপালে শীতল ছোঁয়া পরতে,
ঘাসের উপর থেকে নরম শিশির বন্দু আনা চাই।
আকাশে বাতাসে মিশেছে ভ্রাতৃবোনের সুখানান্দের আলো,
দাদার জীবন থেকে অন্ধকার দূর করতে,
বোন তুমি প্রদীপের আলো জ্বালো।
ভায়ের কপালে ফোঁটার সাথে বাতাসে মিশেছে শঙ্খের ধ্বনি
ভাইয়ের চোখে দিদি আজ হয়েছে যেন দুচোক্ষের মণি।

-


6 NOV 2021 AT 22:06

নিদারুণ উপহার সৃষ্টিকর্তার, সম্পর্কীয়ে সমাদরের ছোটো "বোন",
ভাই বোনের দৃপ্ত খুনসুটিতে, থেকে যাক সেই সম্পর্কের বন্ধন।

-