চুপিসারে ইন্দিরা বের হতে গিয়ে পা'টা মুচকে গেছে।মৃণালীনী এসে কোনোমতে ঘরে নিয়ে প্রশ্ন করলো-এইভাবে রোজ দেখতে এলেই কি চন্দ্রশেখর তোমাকে মা বলে মেনে নেবে? মনে রেখো তুমি অবৈধ সম্পর্কে চন্দ্রকে জন্ম দিয়েছো,ও এই রায় বংশের একমাত্র প্রদীপ।আমাদের সন্তান।
ইন্দিরা মনে মনে ভাবে জমিদারের প্রয়োজনে শয্যাসঙ্গী হলে অবৈধতা থাকে না; নাড়ীছেঁড়া সম্পর্ক হয়ে যায় নাকি অবৈধ?-
বৃদ্ধ টিকির অ্যাবস্ট্রাক্ট দান
জন্মের পাপে বেজন্মা পাপী
মুক্তিসেনার ভুলের দেশে
পতাকা ফেলে বাড়ি যায় বাপি।-
পরপ্রজন্মের অবৈধতার সাথেই
সমকালীন সম্পর্কের পরকীয়া এবং সমকামীতা আইনি বৈধতা পায় !!
-
পথের ধারে পড়ে থাকা নামহীন জীবন,
অস্তিত্বের আবডালে ধোঁয়াশায় অবৈধ বর্তমান।
প্রণয়ের উষ্ণতায় দেহ মিলনের সুখে...
ভুলভ্রান্তির মাশুল গোনে নামহীন পরিযায়ীকে ভালোবেসে।-
নামবিহীন সম্পর্কগুলো বড্ড আত্মিক হয় ,,
অবহেলা বাড়লেই মনের কিনারে ভীষন ভয়।
অবৈধ সম্পর্কগুলো ভীষন পছন্দের হয়
তবে ক্ষনিকের মতো এসে বিলীন হয়
যুগ যুগ ধরে অবৈধ সম্পর্কের ভীড়ে
বাঁচে আশা বুকের পাঁজরে,,
- সংযুক্তা ঘোষ-
অবৈধ সম্পৰ্ক এটাৰো
বৈধতা থাকে.....
সেয়া মাথোঁ তেওঁলোকৰ মাজত সীমাবদ্ধ ।-
তোমাকে নিয়ে কাব্য রটবে
বাস্তবে তোমার সাথে কী আদেও মিলন ঘটবে ??
ভালোবাসি তোমাকে নতুন করে নেই আর প্রকাশ।
না পেলেও কলম তোমাকে প্রতিদিন ছোঁবে তাই নেই কোনো অবকাশ ।
হারিয়ে ফেলার ভয় নেই এই কলম যে চলবে ,,
সে প্রতিনিয়ত তোমায় নিয়ে উপন্যাস রচনা করবে ,,
আমাদের অবৈধ চাওয়া পাওয়া গুলো ভীষন পছন্দের হয় ।
তবে সমাজের ভয়ে নিজেকে লুকাতে হয় ।।
কান্না একরাশ চেপে সবাই বাঁচতে শেখে ,,
বাঁচাটা নিজের মতো করে হয়না ,,
বাঁচতে হয় বাবা মা এর মুখ দেখে ,,
তোমার প্রনয়ী আমি মন থেকে পরিপূর্ণ
তবে আমায় পাওয়ার ভাবনা যদি তোমার হয় চূর্ণ ।
এই ভেবে দূরে সরে যাই
কিন্তু আমি যে প্রতারক নয়।
তোমার আবেগ নিয়ে খেলার সাহস নেই ,,
ভাবনার মাঝে আমি আজো ও বন্দী সেই ,,
নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখি না ,,
বাস্তবায়িত করা বড় কঠিন তাই তোমার আদর মাখিনা ।
-সংযুক্তা ঘোষ-