Susanta Santra   (susanta santra)
267 Followers · 328 Following

write story and poem..follow me in protilipi bengali. my page in fb শান্তর লেখা সমুহ
Joined 25 May 2017


write story and poem..follow me in protilipi bengali. my page in fb শান্তর লেখা সমুহ
Joined 25 May 2017
26 JAN 2022 AT 21:35

যাঁর হাতে খুন্তি সেই রাজা,
রান্না পুড়ে গেলেও বলবে,
পুড়েছে কৈ! এই তো একটু ধরেছে মাত্র।
একে যদি পোড়া বল!
পোড়া কাকে বলে তোমরা তা দেখনি।

#হাল_হকিকত
#সুশান্ত_কুমার_সাঁতরা

-


23 JAN 2022 AT 19:07

আমি: প্রণাম নেবেন হে সৌম্যকান্তি বীর, আপনি আমার আরোধ্য।

নেতাজী: তা তো বুঝলাম। বলো কেমন আছ?

আমি: ভাল আছি বলি কি করে? কেমন যেন দমবন্ধ করা একটা উপলব্ধি। নিশ্বাস নিতেও কষ্ট হয়।

নেতাজী:কেন? তোমরা তো আজ স্বাধীন ভারতের নাগরিক।

আমি: স্বাধীন বটে তবে অনেকটা ঐ খাঁচার টিয়ার মতন বুঝেছেন।
নেতাজী: কেন? টিয়ার মতন কেন?
আমি: আমরা এখন শেখানো বুলি বলি, অন্যায় হচ্ছে জেনেও কখন মুখ খুলি না, কখনো কখনো অকপট সত্যি বলতেও পিছিয়ে আসি, দেশদ্রোহী তকমার ভয়ে।
নেতাজী: সংবিধানে তো বাক স্বাধীনতা আছে।
আমি: ওটা এখন সংবিধানে বেশি জনগনের কাছে কম হয়ে গেছে।
নেতাজী: তোমরা আমাকে মনে রেখেছ?
আমি: সত্যি বলব, যদি কিছু মনে না করেন, আপনিও বছরে একটা দিন হয়ে গেছেন, আপনাকে নিয়ে বিরাট রাজনীতি হয়। সবচেয়ে ভালো হত আপনি যদি সশরীরে ফিরে আসতে পারতেন?
নেতাজী: তা আর হয় না!
আমি: তাহলে আরেকবার জন্ম নিন না, আপনাকে আমাদের ভীষণ দরকার আজকের দিনে।

-


19 JAN 2022 AT 22:33

কোনো এক পূর্ণিমার রাতে
বা অমাবস্যার ঘোর কালো নিশীথে।
কোনো এক দারুণ ঝড়ের রাতে,
বা কোনো অনাসৃষ্টি বৃষ্টি দিনে।

আপিস ফেরত ক্লান্ত দেহ সোফায় রেখে
আলসে ঘুমে ঢলে পড়া কোনো এক ক্লান্তি দিনে বা
হতাশার মেঘ সারা মুখে মেখে আলাদিনের চিরাগ খুঁজতে থাকা কোনো এক ভ্রান্ত রাতে।
বা কোনো আনন্দ মুখর হরষিত শরৎদিনে,
ছাদের আলসে ধরে দৃষ্টি যখন গাঁথা থাকে পথের ধারে বা কোনো
শীতের দুপুর হালকা রোদ পিঠের পরে,
খবরের কাগজ কালো অক্ষরে দূরদর্শন।
ঠিক তখনই বেজে ওঠে যদি ফোনের ধ্বনী,
ধরতেই বলে ওঠা, ভুল করে করে ফেলেছি।
আমি কি বলতে পারি, আর এক বার, বার বার করোনা কেন সেই ভুল।



-


19 JAN 2022 AT 20:14

ভরসা যখন স্মৃতির পাতায়
জীবন্ত জল ছবি সব,
হাঁদা ভোঁদা,নন্টে, ফন্টে, কেল্টু কিংবা সুপারিইনটেন্টডেন্ট অথবা বিগ বাঁটুল দি গ্রেট।
স্রষ্টার মৃত্যু হয়েছে কাগজে কলমে।
সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকবেন তিনি অনন্তকাল বাঙালী মননে।
শ্রী স্বর্গীয় নারায়ণ দেবনাথ স্মরণে,
ছোট্টবেলা কেটেছে যাঁর হাতটি ধরে।

-


15 JAN 2022 AT 11:03

Getting ready to hit back again

-


15 JAN 2022 AT 10:47

অস্থির পৃথিবী এবার শান্তি দাও সব ভুলে।

-


5 JAN 2022 AT 19:53

কুয়াশায় পরিবেষ্টিত চারিদিক।
তারই মাঝে আশার আলো খুঁজে নিতে,
দুর্নিবার জীবন পাখা ঝাপটায় দিক্বিদিক। জীবনযুদ্ধ প্রতিনিয়ত তাঁর,
একমুঠো তাজা শ্বাসের খোঁজে।

-


1 JAN 2022 AT 13:21

চোখরাঙানি উড়িয়ে সব রোগ তাড়িয়ে।এগিয়ে যেতে চাই সব কালো মাড়িয়ে।
নতুন পথে নতুন দিশায় একসাথে
এই আশায় বুক বাঁধি বাইশ তোমার শুরুতে।

-


31 DEC 2021 AT 7:32

একলা মনে
মনের মাঝে দোটানা।
অন্ধকারের হাতছানি
নাকি আলোর দিশায় পথচলা?


-


26 DEC 2021 AT 12:20

এস বুক ভরে শ্বাস নি।
ফুরিয়ে যাওয়ার আগেই,
এস মন ভরে উড়ে নি।
ফুরিয়ে গেলেই আসব নেমে,
আসমান থেকে জমিনে।
আমরাও তো ঐ হাওয়া বেলুনের মতই,
যতক্ষণ গ্যাস আছে ভর্তি অন্তরে,
স্বপ্ন উড়ান সীমিত ততক্ষণই।

-


Fetching Susanta Santra Quotes