Sourav Roy   (সৌর)
88 Followers · 81 Following

read more
Joined 30 April 2018


read more
Joined 30 April 2018
12 NOV 2022 AT 21:02

💔
চোখের কোণে ঝরছে জল, পুড়ছে জ্বরে সারা গা,
ভাবছি বসে তোমার কথা, একলা আমি হতচ্ছাড়া।

-


6 SEP 2022 AT 22:28

চলে যেতে হবে এই পথ ধরেই,
যেমনি সবাই গেছে নিঃস্ব হয়ে।
রয়ে যাবে এই মনের কথা মনেরই
মাঝে, শুধু তুমি ছিলেনা বলে।

-


8 JUL 2022 AT 0:20

কতবার নিজের কাছেই হেরে গেছি;
ইচ্ছে করেই অবহেলায় প্রতিটাদিন, প্রতিনিয়ত।
তবে আর নয়, এবার গুছিয়ে নিচ্ছি,
আমরা আবার‌ও, একটু একটু করে, অবিরত।







-


22 JUL 2021 AT 21:43



আমরা প্রতিদিন একটু একটু করে স্বপ্ন দিয়ে ঘর সাজাই,
যতবার তাকে ঢেলে সাজানোর তোড়জোড় করি, হারাই।
কখনো ভেঙেছে দমকা হাওয়ায়, কখনো ভীষণ বৃষ্টিতে
কখনোবা চোরা স্রোতে, আবার কখনো কখনো মনের ভুলে।
❤️

-


8 JUL 2021 AT 18:16

ওইরকম গুছিয়ে কথা দিতে পারবোনা ,
না পারবো মিথ্যে ভরা স্বপ্ন দেখাতে।
তবুও বলবো তোমাকে থেকে যেতে,
বাকিটা একসাথে সামলে নেওয়া যায়না!
❤️

-


8 JUL 2021 AT 11:17

"এবার খেয়ালটা তোমাকেই নিতে হবে
নিজের একটু যত্ন নাও প্রিয়, বুঝলে!"
❤️

-


7 JUL 2021 AT 17:17

"❤️ভালোতো সবাই বাসতে পারে, দিনশেষে
ঠিক কজন তোমার অভাব অনুভব করে!"
🌼

-


29 JUN 2021 AT 8:47

রাতটুকু ফুরোলেই যদি ভুলে যেতে হয়,
তবে কেন ফুল ফোঁটে, ভোরে সূর্যোদয়।

-


28 JUN 2021 AT 20:53

ব্যাস্ত শহরের চিৎকারের মাঝে নিজেকেই অসলে
বোঝা হয়ে ওঠেনি, হারিয়ে গেছি শব্দের ভীড়ে
দূরত্ব বেড়ে যায় নিজের সাথে মনের‌ও। তবুও খেদ
নেই , এ অসুখে কার অভিমান কে মনে রাখে!

-


28 JUN 2021 AT 20:34

একটা মায়ার বাঁধনে যতক্ষন না বাঁধতে পারো,
অনায়াসে সবকিছু ছেড়ে যাবে হঠাৎ অযুহাতে,
তবু হারিয়ে যাক কিছু জিনিস: অনেক দূরে,
তবে যদি আমরা সত্যিই মর্ম বুঝি সবশেষে।

-


Fetching Sourav Roy Quotes