Somnath Ghosh   (BaBaJi Ubach)
971 Followers · 89 Following

Joined 27 October 2017


Joined 27 October 2017
21 SEP 2020 AT 21:49

আমার 'কবিতায় '
নয়,

আমার 'কবিতাই '
ছিলি তুই

-


22 JUL 2020 AT 15:01

চল্ , ঝিরঝির বৃষ্টির গানে গল্প করি,
সব ভুলে এই কবিতায় প্রেমে পড়ি...

-


6 JUL 2020 AT 14:31

কিছু ধুলো উড়ে যায় দূরের ঘূর্ণিতে
কিছু মেশে বুকের আনাচে-কানাচে।

-


4 MAY 2020 AT 0:04

আমরা কেউ জানি না, কে কার।
ঠিক যেমন, অভিমানে ঝরে পড়া
বৃষ্টি জানে না, সে কার,
মেঘের, না, ঐ আকাশের...

-


1 MAY 2020 AT 22:20

তোমার আমার মাঝের যে বাতাসটা
ঘামছে হাঁসফাঁস করে,
সেও চাইছে শূণ্যে মিশে যেতে
আরো চাপে, আরো তাপে,
চাওয়ার আরো কাছে।

-


25 APR 2020 AT 23:20

মিলিয়ে যাও, বারেবারে।
এক অসীম পুলক রেখে,
তোমার ঐ মুহূর্তের স্পর্শে।

-


11 APR 2020 AT 2:00

যেদিন,
সত্যিকে ছুঁয়ে
জ্ব ল তে পারবে,

সেদিন,
না হয় আমায় ছোঁবে,
ক বি তা পেরিয়ে ।

-


10 APR 2020 AT 3:31

বরফ-ঘন নীহারিকা ঘনায়
মনের আরশিতে, স্বপ্নচ্ছায়ায়...

রাত বাড়ে, জ্বর নামে ঘুমে,
মেঘের কোলে জাগে কবিতা,
বয়ে চলে ছলছল শব্দে
আর্যাবর্তের বৃত্ত পেরিয়ে
অন্তরীপের শেষ সীমানায়।

-


1 APR 2020 AT 1:03

বুদবুদে ভাসে অস্তিত্ব;
তুমি, আমি, সম্পর্ক - সমাজ।
কাছে দূরে, কখনো বা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
মেটায় রাতের অবৈধ তৃষ্ণা।
গ্রীষ্মের বাষ্পায়িত দুপুরে ভাসতে থাকি
গায়ে বরফ মেখে,
চোখের পাতায় দু'কুচি শশার ঠাণ্ডা চাপিয়ে।
পায়ের নরম ফেটে চুঁইয়ে পড়ে শুধু রক্ত।
চাড় নেই শিরদাঁড়ায়,
তবু ঝড় ওঠে আঙুলে,
আগাছার মূলে বাসা বাঁধে বিবেক।
ঝনঝনিয়ে ওঠে প্রাণ।
কিন্তু আয়না ভাঙে না, চকচক করে দু'গুণ।
রতন-কাকার দোকানে হাতের গেলাসগুলোয়
ছলকে ওঠে চা, তবে পড়ে না;
ধোঁয়া ওড়ে চায়ের বুদবুদে।

মোড়ের পাগলীর আজ তিনদিন ধূম জ্বর,
কেউ এক টুকরো বিস্কুট দেয়নি,
চায়ের তলানিটুকুও কেউ ছুঁড়ে দেয়নি।

-


23 MAR 2020 AT 0:17

অলস দিনে মাঝ দুপুরে
মায়াবী রাত আসে নেমে,
একলা মনের আকাশ বেয়ে,
শুধু তারই চোখে চেয়ে।

-


Fetching Somnath Ghosh Quotes