Shubhechchha Chakraborty   (শুভেচ্ছা)
4 Followers · 5 Following

Joined 5 November 2019


Joined 5 November 2019
24 MAY 2021 AT 23:17

প্রেমটা যেখানে নিষিদ্ধ
সেখানেই বোধহয় মানুষ বেশি করে প্রেমে পড়ে

-


12 MAY 2021 AT 11:32

এখন আর সেই পাগলামি টা নেই
ভরাই না গান টাইমলাইন জুড়ে
কিন্ত তবু চাইছি আমি আজও
নতুন সকাল সাজুক খুশির সুরে...

-


8 MAR 2021 AT 3:15

আজও বিয়ের লগ্নে পণের টাকায় নিলাম হয় নারী,
আজও তারা গন্ডি মাঝেই, বাইরে যেতে ভয় ভারী।
আজও মায়ের জঠর মাঝেই শেষ হয়ে যায় সদ্য
প্রাণ,
মেয়ে হয়ে তার জন্মানোটা পরিবারের অকল্যাণ ।
মেয়েবেলাতেও কালো ছায়া, হাতের ছাপের গভীর ক্ষত,
স্মৃতির পাতায় বিঁধতে থাকে হাজার হাজার বাণের মত।
আবার,
সেই দেশেতেই ঘটা করে নারী দিবস পালন হয়,
যে দেশে তে নারী মানে পণ্য ছাড়া কিছুই নয়।

-


2 MAR 2021 AT 1:07


রাত্রি জেগে মেঘলা আঁখি
খুঁজছে তারা আকাশ ভরা
বৃষ্টি হয়ে বইবে কবে
জমাট বাঁধা শূন্যতারা

-


2 MAR 2021 AT 1:01


জীবনে সব 'পেতে' নেই। কিছু কিছু অপূর্ণতাও সুন্দর! সব পেয়ে গেলে জীবনটা অসম্পূর্ন মনে হয়। কখনো কিছু জিনিস প্রচন্ড ভাবে চেয়ে ও পাবো না আবার কখনো অপ্রত্যাশিত কিছু পেয়ে মনের কোনায় বসন্ত আসবে হঠাৎ করেই।🌻 সব পেয়েও অনেক সময় ভালো থাকা যায় না, আবার কিছু অপূর্ণতাও জীবনে ভালো থাকতে শেখায়! ❤️

-


26 FEB 2021 AT 23:17

হঠাৎ করে কান্না পেলে
বুঝবে মনে স্মৃতির ভিড়
নাড়ছে কড়া বন্ধ দ্বারে
বাস্তবে যা কাল্পনিক

-


18 DEC 2020 AT 23:58

In this world of temporary people
I want someone to be my constant !

-


7 DEC 2020 AT 0:40

হাতে হাত রাখা হয়নি বহুদিন...
অভিমানে কাটছে প্রহর
তোর তুলির টানে রঙ ফুরোবে যেদিন
আমার সব রঙ করে দেব তোর।।

-


6 DEC 2020 AT 21:57

অবসাদ এ ভুগছে হাসি
মন করেছে আড়ি
নিজের কথা বলতে চেয়েও
কমার আগে দাড়ি।

-


31 OCT 2020 AT 22:29

এই শহরে দুটো জিনিসের খুব অভাব
এক ক্লোরোফিল
অন্যটা সত্যি ভালবাসা।

-


Fetching Shubhechchha Chakraborty Quotes