শ্রীতমা বেজ   (শ্রèéতমa🦋🍁)
44 Followers · 26 Following

read more
Joined 18 March 2018


read more
Joined 18 March 2018
16 MAY 2024 AT 17:03

কারোর কাছে সম্মান আশা করলে
আগে নিজেকে সম্মানের যোগ্য করে তোলো...

-


24 SEP 2023 AT 22:25

কিছু মিষ্টি স্মৃতি স্বযত্নে SD কার্ডের পুরোনো ফোল্ডারেই তুলে রাখা ভাল...

কখন তিক্ত হয়ে যায় তা বলা যায় না...

তাহলে যাই হয়ে যাক্ না কেন ফোনে পুরোনো গ্যালারি খুললেই স্মৃতির পাতা থেকে যেন...

অস্ফুটে একটা মৃদু দন্ত বিকশিত হয়...


-



স্কুল, কলেজে অন্ততপক্ষে একজন স্যার/ম্যামের ওপর "Crush" থাকা ভাল...

তাহলে Boring ক্লাসগুলোর Attendance বাড়ানোর জন্য আলাদা করে আর কষ্ট করতে হয় না🤣😆

এমনিতেই তখন স্কুল/কলেজের Boring ক্লাসগুলো খুব Interesting হয়ে যায়🤣😂

-


23 MAR 2023 AT 22:43

যে মানুষগুলো অন্যের দুঃখ, আনন্দগুলো নিঃস্বার্থভাবে ভাগ করে নেয় তাদের জীবনগুলোয় যেন সবচেয়ে বেশি একাকীত্বে ভরে থাকে অথচ, বাইরে থেকে দেখে মনে হয় কতই না খুশি উপচে পড়ছে তাদের জীবনে।।

বাস্তবটা তারা খুব ভাল করে বুঝে গেছে।।
যে তাদের নিজেদের সাথে নিজেদেরই লড়াই করে যেতে হবে চিরটাকাল।।

আর তাই তো তারা অন্যের দুঃখতে তারা তাদের পাশে থেকে সাপোর্ট সিস্টেম হয়ে ওঠে আর তাদের আনন্দতেই তারা সুখ খুঁজতে থাকে।।

এই মানুষগুলো হয় ঠিক চিত্রনাট্যের অভিনেতা/নেত্রীর মত।।
তারা যেমন মন যতই দুঃখে ভারাক্রান্ত থাকুক না কেন নিজেদের হাসিটা ঠোঁটের সাথে জোর করে আটকে রাখে।।

সারাদিন বিভিন্ন চরিত্রে অভিনয়ের পর রং তোলে, বিসর্জনের পর জলের সংস্পর্শে ঠিক যেমন প্রতিমা থেকে এক নিমেষে খড়ের মেট রঙহীন হয়ে বেড়িয়ে আসে ঠিক গভীর রাতের গাঢ় অন্ধকারে তারা ফিরে যায় তাদের নিজেদের আসল হাসিহীন রূপে।।



-



তোমার ওই চোখের গহিন হতে একতুলি রঙ🖌 আমাদের বেরঙীন গল্পের পংক্তিগুলো রাঙিয়ে তোলে রামধনু রঙে 🌈

-


15 JAN 2022 AT 21:19

কোনো এক সময় ছিল যখন
এমন কিছু স্মৃতি ছিল যেগুলো তখন মনে পড়লে খুব হাসি পেত কিন্তু
সেই স্মৃতিগুলোই আজ মনে পড়লে হাসির থেকে যেন বুক চাপা কষ্টটাই বেশি বেরিয়ে আসে
আর বলে ওঠে কি রে খুব যে বড় হতে চেয়েছিলিস😊😊😊

-



কিছু কিছু রঙিন স্মৃতি হঠাৎ মনে পড়ে গেলে অস্ফুটে ঠোঁটের কোণে হাসির সাথে চোখের কোণটা চিকচিক্ করে ওঠে😍😍😍
মনে হয় সেই দিনগুলো যদি আরও কিছুদিন উপভোগ করতে পারতাম তাহলে কতই না ভালো হত🥰🥰🥰

ঠিক বিপরীত হল খারাপ ঘটনাগুলো...
যেগুলো কোনভাবে হঠাৎ মনে পড়ে গেলেও সম্পূর্ণ অংশটা ভাবতেও মনে ভয় লাগে।।

-


16 SEP 2021 AT 14:06

যত দিন যাচ্ছে ততই যেন সম্পর্কের সংজ্ঞাগুলো ফিকে হয়ে হারিয়ে যাচ্ছে।।
সে বন্ধুত্বের হোক বা আত্মীয় পরিজনের বা প্রিয়জনের।।

একলা এসেছি একলাই যাব।।
মাঝখানে শুধু কয়েকটা দিনের অভিনয়ে
মনকে কষ্ট দেওয়ার প্রয়াস।।

আনন্দ তো বিলুপ্ত হচ্ছে ইঁদুর দৌড়ের মিছিলে।।

তবুও স্বপ্ন দেখি................
একদিন কালো মেঘ সরে গিয়ে চারদিকে সোনালী আভা ছড়িয়ে পড়বে সারা আকাশ জুড়ে।।

-


26 AUG 2021 AT 22:51

মাঝরাতের নিবিড় গাঢ় অন্ধকার নিঃস্তব্ধতায় যেন ব্যর্থ আমিটাকে বারে বারে খুঁজে পায়🙂🤗

-



মাঝে মধ্যে মাঝরাতে অন্ধকার ঘরে নিজেকে খুঁজতে খুব ইচ্ছে হয়।।
রাতের পর রাত যেন খুঁজেই চলেছি নিজেকে।।

কোথায় গিয়ে শেষ তার একটুকরো আভাস পেলেও নিজেকে গুছিয়ে নিতে পারি তাহলে।।

আমার আমির সাথে যেন আলাপচারিতা শেষই হতে চাইনা।।
খুব কাছের কোন বন্ধুকে হঠাৎ কাছে পেলে যেমন কথা শেষই হতে চাইনা ঠিক তেমনটাই মনে হয়।।

ঢুলু ঢুলু আধবোজা চোখ যেন বন্ধ হতে চেয়েও যেন খোলা থাকে কিসের অপেক্ষায়।।

অবশেষে একান্তে নিঃস্তব্ধ গাঢ় অন্ধকারে কোথায় যেন ক্লান্ত হয়ে হারিয়ে যায়,
আমার আমি...................................

-


Fetching শ্রীতমা বেজ Quotes