আজও তোমায় নিয়েই গল্প সাজাই,
আঁধার মাখা নীল জোছনায়;
স্বপ্ন ভেঙে হঠাৎ বুঝি 'হারিয়ে তুমি গেছো ই কবে
বন্ধু হয়ে থেকে যাওয়ার অছিলায় ।।-
Fb id Sarpita Das Debnath (guddy)
Breakup ke bad jab sab dost milke
mujhe sunate hain ke ladka kitna bura tha,
woh unhe pata tha Lekin mujhe nahi……
Tab main.…-
থাকবে বলেও ছেড়েছে যে হাত, ভালোবাসা সে তো এখন শুধু সময় কাটানোর অজুহাত
-
চোখের আড়াল হলেও তুমি,
মনের মাঝে একই রকম বিদ্যমান।
কাছে তুমি না রইলেও, বুঝতে পারি তোমায়,
ফাগুন হাওয়ার স্পর্শ যেনো তারই প্রমাণ।। 🧡🧡-
এক মুহুর্তের মধ্যে কাছের মানুষ গুলোর আমাদের প্রতি ব্যবহারের পরিবর্তন গুলো আমাদের সবথেকে বেশী অসহায় করে তোলে।
-
থেকে যাক এ বন্ধনে টান,
অটুট থাকুক এই ভালোবাসার বন্ধন।
দেখা হোক বা না হোক প্রতিদিন,
ভালোবাসা থাকুক সীমাহীন।
ভাইয়ের ব্যাথায় কেঁদে উঠুক বোনের মন,
দিদির প্রয়োজনে ভাই যেনো থাকে সর্বক্ষণ।
যত্ন, আবেগ, অনুভূতি র আবেশ জড়ানো হোক এ বন্ধন,
ভালোবাসায় মুড়ে থাকুক সকল ভাইবোন।।-
অভিমানগুলো যেন জমতে থাকা লাঞ্ছনার রুপ,
ভালোবাসা তো জাঁকিয়ে বসা মনের অসুখ।।-
সারাদিন ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম করে হাপিয়ে গিয়ে যখন মা এর সামনে বিশাল খাটনি করা ক্লান্ত মুখ নিয়ে দাড়াই,
তখন আমার মা- অনেক খেটেছিস সারাদিন,নে জল খা-
জীবনের খারাপ সময় গুলো বোধহয় আসা দরকার,
আর কিছু না হোক , অনেক মুখোশধারী কাছের মানুষকে চিনিয়ে দেওয়ার জন্যে তা প্রয়োজন।-