25 MAY 2018 AT 19:06

একটু জেগে থাক,জানালা খুলে রাখ;
তোকে ছুঁইবো বলে,ধুইবো বলে
রাতের দখিন হাওয়ায়।
বাইরে চেয়ে দ্যাখ,চোখটা মেলে রাখ;
তারা খসলো বলে! ঝরলো বলে
চাঁদনি রাতের মায়ায়।
চুলগুলো সরিয়ে না,মুখখানি দেখবো,
মায়া ভরা আলোকে স্নাত করে রাখবো।
রাতজাগা পাখিদের গুঞ্জন ছন্দে,
তোকে ছাড়া চাঁদ যেন বাঁচে বড় মন্দে।
জোছনার বৃষ্টিতে,ভালোবাসা সৃষ্টিতে-
পূর্ণিমা কাজলে পল্লব সাজাবো।
ঘুম চুরি করে নেবে শিহরিত রন্ধ্রে,
চাঁদ কাছে এলে পরে স্পর্ধা আর দ্বন্দ্বে।

- Sanju