Rikta Roy   (রিক্তা)
277 Followers · 230 Following

লিখতে ইচ্ছে করে তাই লিখি।
Joined 14 September 2018


লিখতে ইচ্ছে করে তাই লিখি।
Joined 14 September 2018
30 JUN 2021 AT 0:04

যারা তোমায় দেখে অট্টহাসি করে,ঠাট্টা করে
তোমায় বোকা ভাবে।
তুমি যে তা টের পাও,
তারা সেটা বুঝতে পারে না।
ইচ্ছে করলে তুমিও ঝামা মারতে পারো, কিন্তু করো না।
কারণ তোমার মধ্যে একটা বিবেক কাজ করে
তাদের অসম্মান করে ছোটো না করার।

-


12 JUN 2021 AT 12:51

# মুখ লুকোয়

একসময় চারিদিকে হৈ চৈ ছিল
বিকেলে পথ চলতে চলতে কথা হয়েছিল
হাতে হাত রেখে।
ঘাসগুলো মাথা দুলেছিল বনে
আজ যেন সব মনমরা হয়ে আছে
ফুলগুলি আর মাথা উঁচু করে হাসে না!
পুকুর ঘাটেও কেউ জল নিতে আসেনা
বৃষ্টির ছাটে ভিজে যায় চিবুক
কথারা জমে থাকে মুঠোফোনে।
আওয়াজ ভেসে আসে এক ছাদ হতে অন্য ছাদে
মুখ লুকোয় বিশ্বাসে নিশ্বাসে
তুমিও আর আসো না!

-


10 JUN 2021 AT 23:21

#আঁখি
মুহুর্তে জল ভাসে আঁখিতে
শুকোয় কখন জানিনা বাতাসে!

-


10 JUN 2021 AT 12:39

#তুমি ছাড়া

ভালো নেই তুমি ছাড়া
নির্ঘুম আঁখি গুনে আকাশের তারা

-


7 JUN 2021 AT 22:46

তুমি দূরে থেকেও আমার ললাট স্পর্শ করে তোমার চুম্বন


-


7 JUN 2021 AT 8:49


#রিক্ত হৃদয়
আমার আকাশে মেঘের হাতছানি
রিক্ত হৃদয় সিক্ত আঁখি

-


31 MAY 2021 AT 8:04





কেউ পাশে না থাকলেও
তোমার কষ্টে জলটুকু থাকবেই















-


30 MAY 2021 AT 22:44




কেউ সুখ খোঁজে আঁধারে রঙিন জলে
কেউ দুঃখ পুষে হৃদয়ের অন্তরালে।












-


28 APR 2021 AT 20:19

#চলো চৌদ্দ পেরিয়ে #
তুমি আছো বলে প্রভাত হলে রবির আলো মাখি
পায়ে পায়ে পথ চলি তোমার সাথে, তোমার জন্য বাঁচি।
তুমি আছো বলে আজও হাজারো স্বপ্ন দেখি
তোমার রঙে রাঙিয়েছ বলে লাল রঙে ভরি সিঁথি।
তুমি হাসলে যেন মুক্তো ঝরে জুড়ায় দুটি আঁখি -
চেয়ে থাকি তোমার পাণে, চিত্তে খুশির দ্যুতি!
বছর চৌদ্দ পেরিয়ে আবারও চলো একসাথে হাঁটি
ব্যস্ততার ভীড়ে হাতে হাত রেখে আগামীর পথ খুঁজি।


-


25 APR 2021 AT 20:27

দিবস জানুক তোমার ঠোঁটের হাসির ছটা
রাত্রি জানুক নির্ঘুম চোখের খরস্রোতার কথা

-


Fetching Rikta Roy Quotes