প্রথমবারের দেখায় মনে মনে বলেছিলাম ভালো লেগেছে !
দ্বিতীয়বারের দেখায় মনে মনে বুঝেছিলাম ভালোবেসেছি ,
তৃতীয়বারের দেখায় অনুভব হলো চুম্বনের ,
চতুর্থবারে এলো শারীরিক শৈল্পতা ,
পঞ্চমবারে বুঝতে পারলাম এ যে বিরহের সময় !
ষষ্ঠমবারে আবার ছুটে গেলাম তোমার কাছে বিরহের পালা খন্ডন করতে ,
সপ্তমবারে বুঝলাম তোমার অভিমান হয়েছে !
অষ্টমবারে অভিমান ভাঙাতে নিজের সবটা উজাড় করে দিলাম আরও একবার তোমাকে তৃপ্ত করার নেশায় ।
নবমবারে বুঝলাম তুমি আর আমাকে চাও না !
দশমবারে দেখি আজ তুমি অন্যকারোর প্রথমবার ।
সর্ব শেষে আমি দাড়িয়ে একা কিছু গোলাপ নিয়ে রক্তাক্ত হাতে ।-
তুমি আমার মনে আছো
আছো সারা শরীর জুড়ে ,
তুমি আমার ভালোবাসাতেও আছো
আছো আমার সুখের স্মৃতিতে ,
বৃষ্টি ভেজা রাতে মেঘের গর্জনেও আছো
আছো পাগল করা ঝরো হওয়াতে ,
তোমায় নিয়ে কাটে আমার প্রতিটা সময়।
ভোলার কোনও জায়গা নেই তোমায়
যেদিন অনায়াসে মনে পড়বে না তোমার চেহারা মনে পড়বে না তোমার ঠোঁটের স্পর্শ জানবে সেদিন আমি আর নেই ।
আমৃত্যু ভালোবাসার প্রতিশ্রুতি বৃথা করে আমি চলে গেছি
ইহলোক হইতে পরলোকে ।
ভালোবাসি ভালো বেশে যাবো…………….-
In this time finding a real friend it's a like finding god in a dark zone.
For some people there is no friend, no relationship, no family nothing. They are just alone completely alone in this World 🌍.-
Now the girl knows how to walk alone.
Now the girl knows how to hide her feelings.
Now the girl knows how to shut her mouth.
Just she don't know how to rebuild herself............-
He was a prayer
That was never answered,
A pain that left me heart wrenched and shattered..........-
A women is only insecure about a man when she knows he deserves better then her
-
I shall set you free
From all the burn and the scar.
I shall set you free
From all the doubt's and fear.
I shall set you free
From all the unnecessary pain you will get one day.
I shall set you free
From those decisive kisses, you might not have to.-
I saw million lights in your eyes
But they were shining for someone else not for me.
-
She played the fiddle in an irish band but she fell in love with a English man. He kissed her on the neck and then he took her by his hand and said Baby "I just wanna Dance"
-