Rakhi Ghorai  
36 Followers · 10 Following

আবদারে মৃত্যু চাই..
Joined 19 August 2019


আবদারে মৃত্যু চাই..
Joined 19 August 2019
12 JAN 2022 AT 9:32

নিকষ কালো মেঘের ডাকে বৃষ্টি তুমি এলে।
অকাল শ্রাবন সঙ্গী হলো লুকোচুরি খেলে।
সূর্যমুখীর অভিমান আর গোলাপ গুলো ক্লান্ত
তুমি বড়ো খামখেয়ালি, সবাই কি তা জানতো?
তোমায় নামে মিথ্যে শহর, অবহেলাই সার
ভালোবাসা অভিনয়ী, জমে ব্যথার পাহাড়
প্রেম কখনো দেয়নি ধরা তোমার নামের পাশে।
তোমায় ছুঁলে সবার নাকি, একাকিত্বই আসে!
তোমার হৃদয় স্পর্শকাতর, মেঘ দিয়ে তা ঢেকো।
বৃষ্টি তুমি, প্রেমের চেয়ে বেশি বিরহের হয়ে থেকো।🥀

-


21 AUG 2019 AT 12:45

দিনের সাথী সবাই আজ... রাতের আঁধার বড্ড একা... চাঁদ তারা রাও এক পলকের... আমার আকাশ মেঘে ঢাকা... সবাই যখন ঘুমের দেশে... আমার চোখে বানভাসি... সকাল হলেও মন বিষণ্ণ... তাও অবিরত অভিনয়ের হাসি...

-


12 OCT 2021 AT 22:57

দিন দিন মুড সুইং এর সমস্যাতে ভুগছি। যত বড়ো হচ্ছি, যত বাস্তবকে উপলব্ধি করছি ততই এই মুড সুইং এর ভুত গলা চেপে ধরছে। এই মুড সুইং এর মধ্যে কান্না ভাবটার অধিক্য খুব। হঠাৎ হঠাৎ কান্না পায় অকারণে, সবাই থাকার কারণে চোখের জলটাকে, অনিচ্ছুক পাখি কে খাঁচায় বন্দী করার মতো দাবিয়ে রাখতে হয়। আবার হাসতে হাসতে কেঁদে ফেলি, ঠিক যেমন করে একটা বাচ্চা হাসতে হাসতে পরোমুহূর্তেই কাঁদতে লাগে। এই জীবন চক্রের পাল্লায় পড়ে আমরা এমনি সমস্যা ভোগ করি। আর এই সম্যসা গুলোই আমাদের বেড়ে উঠতে সাহায্য করে অনেক কিছু শিখিয়ে দেওয়ার মাধ্যমে।

-


9 SEP 2021 AT 9:46

এই জরাজীর্ণ পৃথিবীতে অবিরাম হাহাকার...
কারো ভাঙে মন তো কারো ভাঙে সংসার।
কেউ সুখী ছেড়ে গিয়ে আর কেউ বাঁচে অতীতে,
কেউ চায় পরিবর্তন, আবার কেউ জল দেয় স্মৃতিতে।
ধূসর এ পৃথিবী, রঙে মোড়া খোলোকে।
কারো লাগে আলোকবর্ষ আবার কেউ খুশি এক পলকে।

-


26 JUN 2021 AT 8:45

সব ভুলে নিজের মতো ভালো থাকুক তারা।
থাকবো বলে,মাঝে পথে হাত ছাড়লো যারা!😊

-


22 JUN 2021 AT 19:19

ভালোবাসা আর বিশ্বাস এর মধ্যে খুব গভীর সম্পর্ক বিদ্যমান। কারণ মানুষ বিশ্বাস তখনই হারায় যখন সে কাউকে ভালোবেসে ফেলে। আবার এই বিশ্বাসের অবর্তমানে অনেকের ভালোবাসা চিরতরে হারিয়ে যায়।🥀

-


30 MAR 2021 AT 20:39

একটি মেয়ে এলোকেশী, অগোছালো ভীষণ.
অভিমানী, খামখেয়ালি, ছিঁড়েছে সব বাঁধন।
বেয়াদবি, যাযাবরি, দস্যিপনাই বাছে.
বলতে গেলে স্ব-প্রেমিকা, একাকিত্বেই বাঁচে।
লোকে তাকে মন্দ বলে, বলে কয়লার কালো!
কয়লা থেকে হিরে আসে, আমি নিজের মতোই ভালো।

-


11 MAR 2021 AT 8:55

কিছু কিছু সম্পর্ক মিষ্টি হয় না. আমাদের জীবনে এ নিমপাতার মতো তিক্ত সম্পর্ক থাকা আবশ্যক. তিতো হলেও শরীরের পক্ষে উপকারী..

-


23 FEB 2021 AT 20:11

মন খারাপের কোনো নির্দিষ্ট সময় থাকে না।মন খারাপে চোখের জল নিয়েও হাসা যায়।

-


2 JAN 2021 AT 10:59

It heals all my pain, and teaches me not to give up.
Cause everyday the sun has to set but the next day it rises again and shines again..

-


Fetching Rakhi Ghorai Quotes