Rajdeep Karati   (রাj)
6 Followers · 7 Following

Joined 19 June 2017


Joined 19 June 2017
11 FEB 2022 AT 2:26

পাহাড় ও প্রিয়..

পাহাড় তার প্রিয় ফুলের রঙিন বাহার বোঝে
মনকেমনের জন্মদিনে মেঘগুলোকেও খোঁজে।
জলছবিতে বায়নাক্কা, ঝড় বৃষ্টির রেশ
হলুদ শাড়ী, নীলাম্বরী মানায় তাকে বেশ।
তেপান্তরের মাঠ পেরিয়ে মন হতে চায় অচিন পাখি
ঝর্ণা, নদী, পাহাড়ি গ্রাম আর কাঞ্চনেতে মেতে থাকি।
বসন্তের এই শেষ বিকেলে শান্ত হিমেল হাওয়ায়-
কাজলনয়ন, ছোট্ট টিপে মেঘবালিকাদের মানায়।।
— % &

-


4 AUG 2019 AT 0:48

এইভাবে শুধু মুখে বললে হবে না :

● কোনো নির্জন পাহাড়ি গ্রামের হোমস্টে বসে, সারা রাত মদ গিলতে গিলতে পুরোনো স্মৃতির পাতা ওল্টাতে হবে।
● কোথাও একা ঘুরতে গিয়ে মনখারাপ করলে ফোন করে বলতে হবে যে, "ভাই আর পারছি না তোদের কথা মনে পড়ছে"।
● চারদিন একসাথে থেকে যখন একজনকে বাধ্য হয়ে রেখে আসতে হয়, তখন তার চোখের দিকে না তাকিয়ে কাঁদতে হবে।
● তাঁবুর ভেতর নির্ঘুম রাত কাটাতে হবে কাঁপতে কাঁপতে।
● একশো বার হোঁচট খাওয়ার পর তোমার দিকে বাড়ানো হাতটা ধরতে হবে।
● না জানিয়ে হঠাৎ করেই চলে আসতে হবে।

সর্বশেষ যেটা না বললেও হবে, সেটা "Happy friendship day"

** সেটা উপলব্ধি করতে হবে।। 🙏♥❤

-


20 JUL 2019 AT 20:18

কোথায় তোমরা ব্যর্থ প্রেমের গল্প শোনো!
মিলন হলে এতো সৃষ্টির চোখ ফুটতো?
বেশ হয়েছে, যা হয়েছে বেশ হয়েছে!
ধন্যবাদ তাদের, যারা 'না' বলেছো।

-


11 JUN 2019 AT 0:05


পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে,
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো
মনে থাকবে?

-


5 MAR 2019 AT 0:31

ভরাব না ভূষণভারে, সাজাবো না ফুলের হারে-
প্রেম কে আমার মালা করে গলায় তোমার দোলাবো।।
আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো।

- রবি ঠাকুর

-


16 FEB 2019 AT 1:09

চলো যুদ্ধে এবার ধ্বংস হোক পাকিস্তান..
কী অদ্ভুত ভাবে দেশপ্রেমে মত্ত হল সবাই।
দেশ জুড়ে কৃষকের আত্মহত্যা, শ্রমিক ছাঁটাই, বেকারি, অভাবনীয় দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বিদেশী পণ্যের লাগামহীন অনুপ্রবেশ,
শিক্ষা ,স্বাস্থ্য - সব সাধারণ মানুষের নাগালের বাইরে কেন?
এহেন প্রশ্নে তুমি দেশদ্রোহী সম।।

-


12 NOV 2018 AT 23:36

জাতটা এমন যে,চাকরীর চেষ্টায় হন্যে হয়ে ভালোবাসাকেও যেতে দেয়!...

-


6 OCT 2018 AT 0:36

"প্রিয় নারীটি যখন কাঁদে, তখন প্রেমিকের উচিত সেই অশ্রু ওষ্ঠ তে তুলে নেওয়া..."

-


12 SEP 2018 AT 1:15

ছবির নাম: এবার কান্ড কেদারকণ্ঠে।
'মগনলাল মেঘরাজের' ভূমিকায় উত্তরাখন্ড হাইকোর্ট।
#ban_is_not_the_permanent_solution 🙏

-


30 AUG 2018 AT 18:26

না আমিও আঁকড়ে ধরিনি, ছেড়েছি সেই হাত।
সেও গিয়েছে চলে বুকের ভেতর তিস্তা নিয়ে।
দোষারোপের ঘরে এখন শুধু মিথ্যে অজুহাত।

-


Fetching Rajdeep Karati Quotes