Pratik Datta   (Pratik)
48 Followers · 16 Following

Joined 19 October 2017


Joined 19 October 2017
2 SEP 2018 AT 0:47

She stopped to look behind.
To find someone she once spent an entire life with.
Their was a graceful sadness all over those dimples.
Thinking what could have been and what should have not.

There were many faces to choose from, but no soul to confide in.
There were many bodies to scratch , but no touch to feel.
Humanity offered itself in her lap.
But something felt inhumane about this world to her.

Eternity passed, the eyes never met.
Until, the dream collapsed.

She turned her head to find someone describing the same dream.
She found him!

-


7 APR 2018 AT 15:18

Two bikes.
Two sunglasses.
Few packs of cigarette.
Some bottles of red wine.
No Destination.
One road.


A wishlist.

-


18 MAR 2018 AT 11:46

শেষ দেখাটা হয়ে দাড়ালো,

তিনটি শব্দের ।

"পরে কথা বলছি"...


-


10 MAR 2018 AT 0:15

সব কিছু বদলায়,
কিন্তু কিছুই পাল্টায় না।
সবার বয়স বাড়ে,
কিন্তু আবেগ ঝরে না।

জিনিসের দর বেড়ে চলেছে,
কিন্তু ওজন বাড়ে না।
কাপড়ের অলংকার বেশি হলেও,
রঙের চাহিদা কমে না।

বৃষ্টির প্রার্থনা করলেও,
বলে এই পাপী মন,
"কাঁদার রাস্তা আমার চাই না!"

চাহিদা বেশি ও চেষ্টা কম,
এ বললে তো হবে না।

-


14 FEB 2018 AT 21:54

সেই ছোট্ট বিন্দি টা।
ভোলাবার মতো নয়!

-


13 FEB 2018 AT 21:46

It is never about the wink.
But about what followed after it.

It was about the mild tilt of the head.
About the eyes frowning down with utmost compassion.
Then rising up with the ever charming smile..



Then you hear a calm and serene voice.. whispering in your ear..


"Bro..Wo bhi phirse tumhe aapna 'bro' bana degi!"

-


3 FEB 2018 AT 23:06

জীর্ণ কি সেই ভাঙা সাইকেলে এর নড়বড়ে প্যাডেল,
নাকি সেই সুট বুট পড়া পায়ের অবহেলা।

জীর্ণ কি সেই পুরোনো দোকানের বুড়ো দোকানদার,
নাকি তার ছেলেদের অহেতুক স্বপ্ন পূরণের আবদার।

জীর্ণ কি সেই চার দেওয়ালের ঝলসে যাওয়া রং,
নাকি জীবনের ব্যাস্ততা দেখিয়ে বাড়ি না ফেরার ঢং।

জীর্ণ কি সেই মায়ের পরনের পুরোনো শাড়ি,
নাকি নতুন বছরের উল্লাসে কেনা নুতুন গাড়ি।

জীর্ণ কি সেই অবহেলায় পরে থাকা ফ্যামিলি এলবাম,
নাকি দুদিনের প্রেমের ফেসবুক স্টোরি এবং ইনস্টাগ্রাম ।

জীর্ণ কি সেই ছোটবেলার পুরোনো ছেড়া ফাটা বই,
নাকি গুগল বুকস এবং টাচপ্যাডে করা ডিজিটাল সই।

জীর্ণ আসলে, কোনো বুস্তু কিংবা কোনো মানুষ নয়।
জীর্ণ আসলে আমাদের মন।


-


2 FEB 2018 AT 23:31

It's only after accepting your reality,
that you can live in your dreams!

-


28 JAN 2018 AT 0:34

লাটাই থেকে ছাড়া পেয়ে,
ভাসমান ছিলাম নীলে।
এদিক ওদিক যেদিক সেদিক,
ঘুরলাম ভবঘুরে।
ভোকাট্টার কারণ ছিলাম,
অনেক ঘুড়ির পতন।
আমাকে নিয়ে নিন্দে প্রচুর,
কিংবা আদর যতন।
অনেক বছর, অনেক অভিযান,
করেছি আমি স্থাপন।
তারপর হঠাৎ গেল নীচে,
শূন্য দুটি নয়ন।

এখনো সেই একই লাটাই,
আছে আমায় টেনে,
কোনোদিন যাকে যায় নি ছেড়ে,
মনে, প্রাণে ও গঠনে।
আজ নীচে নেমে আসার ইচ্ছে প্রচুর করে,
মনে হয়,
'ভোকাট্টা' বলে ডাক দিয়ে , সে,
ছুটে আসবে আমার কাছে!

-


26 JAN 2018 AT 10:40

Jan 26 , 1950:

Desh ganatantra huwa tha.
Constitution ban gaya tha.
Lekin hum swatantra nehi hue the!




Jan 26 , 2018:

Hum swatantra ho gaye hai,
Constitution waisa hi hai.
Par Desh kya hai??

-


Fetching Pratik Datta Quotes