pradip Maity  
6 Followers · 4 Following

আমি কবি নই ...লেখা আমার ভালোবাসা💌
Joined 8 January 2019


আমি কবি নই ...লেখা আমার ভালোবাসা💌
Joined 8 January 2019
17 MAY AT 12:52

সূর্য নামের ছোকরাটা বড় জ্বলতে শিখেছে, তাই না হে?
আজ্ঞ হ্যাঁ।
গনগণে চোখ, জ্বলজ্বলে ভূরু, উরু ভেঙে দিলে কেমন হয়?
আজ্ঞ হ্যাঁ।
আজকাল আর চাঁদে সে রকম রাবড়ির মতো জেল্লা নেই
আজ্ঞে হ্যাঁ।

-


6 MAR 2021 AT 20:34

ধরো! তুমি হঠাৎ করে আমার প্রেম হাবুডুবু খাচ্ছো.......!
না মানে জাস্ট ধরো 🙂

-


25 SEP 2020 AT 10:55

১৫ বছর বয়সী বাড়ির ছোট্ট মেয়ে নীলা যখন বাবা মায়ের অমতে। হাজার ১৯ বছর বয়সী ছেলেকে বিয়ে করে পালিয়ে, বছর না ঘুরতেই এক সন্তানের মা হয়ে শাশুড়ির হাতে অত্যাচারিত হয়, তখন নীলার মনে আসে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার ছিল।

-


23 SEP 2020 AT 11:06

'Baby'নয়
'অনামিকা' বলে ডাকতে চাই।

-


1 AUG 2020 AT 10:16

মেঘের ভাঁজে লুকিয়ে
থাকা বিদ্রোহের নাম বাজ।
বৃষ্টির জলে ধুয়ে যাওয়া ক্লান্তির
তাই নাম দিয়েছি স্নান।

-


5 JUL 2020 AT 22:44

চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে?

-


5 JUL 2020 AT 7:37


দিচ্ছো ভীষণ যন্ত্রণা
বুঝতে কেন পাছো না ছাই
মানুষ আমি, যন্ত্র না!

-


5 JUL 2020 AT 0:00

যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা,
যুদ্ধ মানেই
আমার প্রতি তোমার অবহেলা৷

-


4 JUL 2020 AT 9:47

দু’জন লোকের সঙ্গে হঠাৎ
দেখা হ’ল কাল।
মস্ত বীরের মতোই ওহো
ওদের চলার তাল।
একজন খুব মশা মেরে
যশ কিনেছেন, যশ।
তাঁর দাপটে পাড়ার সবাই
বশ মেনেছেন, বশ।
এবার শোনো, অন্যজনা
তার চেয়ে কী কম?
মশার শক্র উনি, ইনি
ছারপোকারই যম!

==========

-


3 JUL 2020 AT 17:46

:আমি হয়তো মানুষ নই:

-


Fetching pradip Maity Quotes