24 NOV 2017 AT 23:40

লাল বেগুনী কাঁচের চুড়ি, ১০ পয়সার বুড়ির চুল,
ব্লক প্রিন্টের মেহেন্দি অার নকল হীরের ঝুমকো দুল।
সব পেয়েছির সেই মেলাটাই ছোট্টবেলার খুশির দেশ,
বেলুন ভেদী পেলেট গানে ছিন্ন হল স্মৃতির রেশ।
মরনকুঁয়োয় ঝাঁপ দিয়েছি, নাগরদোলায় ঘুরছে ব্রেন,
ফুচকা বড় ঠুনকো লাগে, অাতর জাগায় মাইগ্রেন।
শেষ বিকেলের অাদানপ্রদান, শহর চেনায় জায়েন্ট হুইল
জলের দরে ঘাম বেচেছি, শান্তি অানে স্লিপিং পিল।

- Payel..🐝