Nil Malay   (Nilmalay)
204 Followers · 388 Following

I'm nobody
Joined 1 November 2017


I'm nobody
Joined 1 November 2017
14 MAY 2022 AT 22:13

Frame 1
Fir ek din badnam ho jana hai
Kitabo k akheri panno k
Raaz khul Jane pe;

Frame2
Ow jo bekheyali me
tum gunguna leti thi;
Ow
Bass
Sihayi aur daag ban k rehe gya!

Frame 3

Dilli aur shardi ne
Dhundla kar diya
Iss jamane ko;

Frame 4

Na koi mandir
Na koi masjid
Nafrat
Khun k dhabbe
Sare mit gye Nile ashmani k samne ....

-


9 NOV 2021 AT 21:27

-:তন্ত্র ও সমাজ:-

চিন্তারা খুন হয়
লাশ মিশে যায়
অযান্ত্রিক বস্পে......

প্রেমিক যখন বিপ্লবী
ভরা সংসার ছারখার
জলিয়ানওয়ালাবাগ মেশে বিষ নিশ্বাসে....।

শেষ না করা ডকুমেন্টরি
এডিট, ভয়েস ওভার ছাড়াই
আত্মারা অপমানিত হয়........

জয় জওয়ান জয় কিষান
স্লোগান বিদ্ধ গেরুয়া সকালে
খুনি স্বপ্নের ভয় .....।

লিখছি এই বিরুদ্ধ শিলালিপি
ষড়যন্ত্র ধাপে ধাপে
বদলে দেবো আজ......

কাল ভোরে মৃত প্রজাপতি
অমৃত রেনু ছড়িয়ে
ভবিষ্যত লিখবো শোষণহীন সমাজ.....।





-


13 SEP 2021 AT 2:06

তুই আর রোগ বিছানা থেকে অনেক দূরে
শরসজ্যা আর মৃত্যুর অনেক কাছাকাছি;
শেষ আলিঙ্গন বুকে তুলে রাখিস...
বিদায় কে ঢেকে দিয়ে যাস
সমিয়ানায়.....

আমি তোর বর্তমান ভবিষ্যত
অভিমানের ঠিকানায়
অভিযোগ থাকে না
থাকে শুধু রাত পলাশ
নাম গন্ধহীন.....

আদর ছুড়ে ফেলে
বুকে রাখ আলিঙ্গন
কোনও দিন ঢেলে দিবি
বর্ষার মতো সহবাসের
গোপন যন্ত্রণা....

-


16 JUL 2021 AT 22:03

-:দহন দেহ দান:-
কিছু টাকা জমিয়েছি
সুখ কিনবো বলে
কেজিতে অথবা গ্রামে.....

ষররিপুর অতীত থেকে বর্তমান
মেঠো দেওয়ালে
কাম- পার হয় ক্রোধে....

তবুও ন হণ্যতে
নিত্য এ শরীরে
হিসেব ক্রুশে বিঁধে.......


থাক তোমার সবুজ
সকাল
অবকাশ
শুধু অদূরে আঙ্গুল খুঁজে নিক বুক।

রক্ত ঘাম
মধ্য রাতের পরিশ্রম
বাবুই বুনবে বাসা
স্বপ্ন দেখুক চরম সুখ।

-


23 MAR 2021 AT 22:16

-:অপ্রকাশিত:-
©নীল.মলয়
আবার ফিরবো ঘর
জিয়ন কাঠির ছোঁয়া মেখে
আবার ফিরবো ঘর
এক আকাশ রং রেখে;

বারণ কারণ অবাধ্য যত
কাঁটাতারে জমা রাখা ক্ষত।

আবার ফিরবো ঘর
ব্যাস্ততায় ভুলে যেতে যেতে
আবার ফিরবো ঘর
আদর কুড়িয়ে পেতে;

জলপাই আর জারুল ছায়ায়
ঈশপ আর কথার মায়ায়।

আবার ফিরবো ঘর
ইট বালি আর কংক্রিট ভয়ে
আবার ফিরবো ঘর
রিংটোন আর ফিনিক্স হয়ে....




-


24 JAN 2021 AT 22:47

তুই ছিলি বেশ
©নীল. মলয়
বড় মন
অনেক বড় হৃদয়
তুই বটবৃক্ষ।
আর পাঁচটা পথিকের মতো
ছায়া আর অক্সিজেন দিয়ে......

স্বপ্ন বুনিয়ে
আজ পাতা ঝড়া মরসুম।
ভালোবাসা
অবকাশ
শরীর
মুঠোফোন
শরীরী রিংটোন......

সবটাই খেলা ঘর
একদিন পুতুল পুতুল খেলবো
আলপনা আঁকবো শরীর জুড়ে
দুলবে বৃন্ত
যমুনার উৎস্থ স্থল....

কপাল ভাঁজ
এহেন মূর্খতা
নোনতা
গন্ধ মাতাল
আমি আজও ব্যাস্ত পাই
ফোনিক কাঁটাতারে......

-


14 OCT 2020 AT 3:23

-:নিষিদ্ধ কাব্য:-
©নীল.মলয়
কিছু সুগন্ধী ফুল রেখো
মাটির কলসে কুড়ানো ছাই;
আর সালোয়ারের রক্তের দাগ
সব রেখে দিও যত্ন করে।

গণতন্ত্র উৎসব মারা গেলে
শ্রাদ্ধের কাজে লেগে যাবে।
মোমবাতি রেখো না
পারলে আগুন জ্বেলো বুকে।

যে মনুষত্ব খুন হয় বার বার
তাকে ন হণ্যতের গল্প শুনিও;
যদি কোনও দিন
ফিরে আসতে চাও নতুন ভোরে......


-


4 JUN 2020 AT 0:19

পৌলমী কে......

চুপকথারা তোর দেশে
চড়াই উতরাই পেরিয়ে
পা মেলায় শব্দ মিছিলে।

চুল বেয়ে নেমে আসে
বোবা ঝর্ণা
সীমান্ত প্রহরী তোর জলপাই রঙের শাড়ি।

সমস্ত শহুরে ট্র্যাফিক ভেঙে
কাটাকুটি খেলায় মগ্ন
তোর একাকী মধ্যমা।

আঙুল আর জলরঙে আঁকা
আদরের যত ছবি
ছুঁয়ে যায় সোনা কাঠি।

জ্বরের শেষ রাতে
আজও তোর ঠোঁটে লুকিয়ে রাখে
ঘুমের অকাল বাসর।

-


19 APR 2020 AT 2:57

শীতল শরীর কুড়িয়ে
গন্ধ জমানো যার পেশা,
নোনা- নোনতা
জমে ভ্যাপসা
নেমেসিস নেমে আসবেই যখন
অপরাধ খুঁজে নেবে নেশা।

তোদের অর্থহীন চলচ্চিত্রে
আমি মৃত অভিনেতা,
দৃশ্যপট অবহেলিত
ন হন্যতের ভাষা
লুটছে রাজা ত্রাণের দেশে
মিত্ররাই ত্রাতা।

-


10 APR 2020 AT 12:21

বাকী রাখা ঠোঁট
গলে যাওয়া বরফ
উত্তাপের উষ্ণতায়
পুড়ছি কলঙ্কের মতো......

নখের আঁচর
বাদামী ঠোঁট
মলমলের পোশাক পেরিয়ে
সংসার ভাঙ্গার একমাত্ৰ দাবিদার.

শেষ রাতে ক্ষমা করিস
এটা মোটেও নয়
পোষ্টমডার্ন মরালিটি
চুম্বন মার্ধাকর্ষণ তোকে ঘিরেই....

-


Fetching Nil Malay Quotes