বেখেয়ালি   (বেখেয়ালি 🦋)
695 Followers · 44 Following

লিখতে পারিনা তাও শখের বশে অপচেষ্টা....
Joined 25 April 2018


লিখতে পারিনা তাও শখের বশে অপচেষ্টা....
Joined 25 April 2018
25 JAN 2022 AT 19:40

শীতঘুমে গিয়েছে হৃদয়।
বসন্ত আমার দ্বারে এসোনা....

-


26 NOV 2019 AT 8:32

ক্রমশ ফুরিয়ে যায় বৃক্ষরাজির সাজ,
আমি অপেক্ষাতে থাকি দুহাত বাড়িয়ে,
হঠাৎ ঝড়ে এলোমেলো করে গেলে,
মুঠো ভরে রামধনু রঙ মাখবো বলে...

বিবর্ন পাতাবাহারে সবুজ হয়ে আসে ম্লান,
প্রজাপতি আর দেয়না ধরা আঙুলে,
আমি আশা বেঁধে রাখি চোখের পলকে,
বুকভরে ফুলের সৌরভ নেবো বলে...

-


5 SEP 2021 AT 19:00

শিক্ষক তোমায় প্রনমী, শিখিয়েছিলে যারা প্রথম বর্ণ পরিচয়,
মা,বাবা ও জীবন'র থেকে বড় শিক্ষক আর কেহ নয়।

-


9 AUG 2021 AT 23:38

যন্ত্রণাগুলো ভীষণ যত্নে আগলে রাখা,
এগুলোই একলা পথের সম্বল এখন।
আগুনে পুড়ে যেতে ভয় থাকেনা আর,
নিশিদিন গহীনে যেখানে নিশ্চুপ ক্ষরণ।
টুকরো সুখের বিনিময়ে জীবনের কেনাবেচা,
এমন ক্ষত ঢেকে রাখে মেকি হাসির আস্তরণ।

-


9 AUG 2021 AT 14:04

মনকেমনের আস্কারায়।
বিষন্ন বিকেল মুখচোরা ভীষণ,
তোমায় খোঁজে নানা অছিলায়...

-


31 JUL 2021 AT 19:50

জীবন তোমাকে ঠিক ততটাই ফিরিয়ে দেবে যতটা তুমি জীবনকে দিতে পারবে.... ভালোবাসা, যত্ন, অবহেলা, অহং... যা' ই দেবে সব ফিরে আসবে সময়ের সাথে.... নিঊটনের তৃতীয় সূত্র অনুযায়ী😇

-


27 JUL 2021 AT 0:52

অনুভূতিগুলো এখন বড্ড ফিকে,
বাড়াচ্ছে হাত শৈশবের দিকে।
মুঠোভরা সবুজ হাতড়ায় মন,
সেলফোনে বন্দী যান্ত্রিক জীবন!

-


25 JUL 2021 AT 20:27

তোমায় দিলাম অনেক কিছুই তাই বাকীটুকু নিজের জন্য আগলে রাখলাম। 😊

-


23 JUN 2021 AT 21:33

মাঝে মাঝে সব গুলিয়ে যায়...
ঠিক ভুল, ভালো, খারাপ,পাপ,পূন্য।
মনেহয় শুধু সময়ের স্রোতের সাথে ভেসে যাওয়াই ঠিক।
সিড়ি বেয়ে নামতে নামতে জলের ঠিক কাছে এসে যেমন থেমে যেতে হয় সাঁতার না জানলে... তেমনি সময়ও হঠাৎ পথ আটকে দাঁড়ায়।
কিছু প্রশ্ন নিজের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়ে বলে আর এগোস না এখানে গভীরতা খুব বেশি... সাঁতরে পাড়ে ফিরে যেতে পারবি তো??
নাকি ডুবে যেতেই চাস?
আচ্ছা, ডুবে যাওয়া কি অন্যায় হবে খুব? জীবন কি ক্ষমা করবে?
গুলিয়ে ওঠে সব দ্বিধা দ্বন্দ্ব.... যার খড়খুটো আঁকড়েই ভেসে থাকা অভ্যাস তাকে অতল গভীরতা কি ভয় দেখাতে পারে!
ডুবে থাকার মধ্যেও যেন একটা তৃপ্তি লুকিয়ে থাকে... জানে সে দিনশেষে বাড়ি ফিরতে না পারলেও, সাঁতারে পাড়ে ফিরতে না পারলেও জলের নীচে কিছুটা ঠাঁই তার হবেই যেখানে সে একটুখানি মাটি পাবে দাঁড়াবার.... ভেসে থাকবার! ডুবে থাকবার!
ভুলে থাকবার!

-


23 MAY 2021 AT 12:25

অপেক্ষার শেষে দেখা হবে জানি....
দূরত্ব, নিয়েছে যা কেড়ে আমাদের,
সুদে আসলে তা ফিরিয়ে দেবে মানি....

-


Fetching বেখেয়ালি Quotes