মনকথা   (মন কথা 🖋️)
475 Followers · 20 Following

বাস্তব যখন হেরে যায়, কবিতারা তখন বাঁচতে শেখায়।
Joined 2 September 2018


বাস্তব যখন হেরে যায়, কবিতারা তখন বাঁচতে শেখায়।
Joined 2 September 2018
4 APR AT 23:07

ছেঁড়া কাগজের স্তূপে খুঁজে পাওয়া সেই আমি-র ঠিকানা খানি.....;
যেখানে শব্দেরা বাঁধতো ঘর, ভাষারা বুনতো বাসা।
সন্ধ্যা হলেই যেথায় আসতো পাখীর দল;
জোনাকির মতো তারাদের আলোয় ভরে যেত চারিপাশ।
সেই ঠিকানা খানি;
হারিয়ে ফেলেছি.... হারিয়ে ফেলেছি কাল বৈশাখীর ঝড়ে,
থমকে যাওয়া কলমের ফাঁকে খুঁজেছি কতবার...!
পাইনি ফিরে;
আসেনি ফিরে আমার কবিতা খানি....পুরানো সেই পথ চিনে.... আসেনি ফিরে....।।

-


23 AUG 2023 AT 22:12

একমুঠো জোৎস্নার টানে ঘরছাড়া প্রেমিকের দল,
আঁধার নামে দু-চোখের পাতায়; একাকী নিঃসঙ্গ রাতে।
শিশির ভেজা ঘাসের উপর রাখা যত জমা-খরচের হিসেব....;
নোনা জলে মিশেছে তার দাম।

ভালোবাসা রাখা আছে কাপাস তুলোর কাছে,
কাঁটার গায়ে আঁচড় কেটে যে নাম আছে লেখা,
নিখোঁজনামা জারি হয়েছে তার নামে.......;

কাল রাতে বৃষ্টি নেমেছিলো।
ধোঁয়া ওঠা গরম শিরা বেয়ে রক্তেরা পৌঁছে ছিলো
হৃদপিন্ডের খুব কাছে,
যার প্রতিটি স্পন্দন ছিলো...... অন্যকারো।।

-


12 AUG 2023 AT 18:47

ঝরা পাতায় আগুন লেগেছে দাবানলের,
দিগন্ত জুড়ে শুধু হাহাকার ধ্বনি।
পুড়ছে কত শত মানুষের ঘর; এসেছে প্রলয়....!
চাপা পড়ে গেছে সবুজ, ধূসর বালির শহরে;
ঝলসানো শরীরে অবশিষ্ট বলতে কেবল
গোটা কয়েক ডালপালা;
তা নিয়েই দাঁড়িয়ে রয়েছে নিশীথ রাতের প্রহরীরা,
নতুন সূর্যের অপেক্ষায়.....

মেঘেদের বুক চিরে বৃষ্টি নেমেছে তখন
দগ্ধ শরীরের গা বেয়ে;
ধুইয়ে দিয়েছে ছাই মাখা কালিমা ছিল যত।
এনেছে নতুন প্রাণ.......!

আবারও মানুষ নতুন করে বাঁধবে ঘর, সাজবে শহর সবুজ রঙে,
আবারও এখানে পাখিরা গাইবে গান, গাছেরা দোলাবে মাথা।
আবারও এখানে......... নতুন করে........।।

-


19 JUL 2023 AT 6:51

বেলাশেষে
যদি হেসে, জ্বালাও সাঁঝের বাতি;
আঁধার রাত
শূন্য হাত, জ্যোৎস্না দেবে ফাঁকি।

-


16 JUL 2023 AT 21:34

#collab বন্ধ করে দিলেন কেন?
ওটা যে আমাদের লেখার রসদ। ফিরিয়ে আনুন প্লিজ। কথা দিচ্ছি রোজ লিখবো।

-


16 OCT 2022 AT 16:29

অদৃশ্য শিকল জড়ানো, বেড়ি বাঁধা পায়ে;
চলেছে পথিক আজও, মিছে ডানা মেলে।।

-


12 SEP 2022 AT 14:36

ব্যথারা এখন আর কথা বলে না,
শব্দের কঠোরতায় বদলেছে জীবনের সমীকরণ।
সহ্যের বাঁধ হয়েছে দৃঢ়.... আর তার চেয়েও বেশী দৃঢ় তার সীমা।
আমি-র সংজ্ঞা পাল্টে গেছে প্রশ্নচিহ্নের ওপারে.....!
কে আমি? আর কেনই বা আমি?
জানা নেই।

বাকযুদ্ধে রুদ্ধ কন্ঠ; কড়া নাড়ে সৈনিকের দল।
ক্লান্ত শহরে বৃষ্টি নামে সন্ধ্যা হলেই,
ভেজা চোখ ভিজে যায়; ভেসে ওঠে মুখ, ঝাপসা দেওয়ালে।

জানা হয়নি, হয়নি জানানো।
সাদা কাগজের দুপাশ জুড়ে এখন শুধুই কালির অভাব........
লেখা হয়নি.... কে আমি?... কেনই বা আমি?...
লেখা হয়নি....।।

-


4 SEP 2022 AT 14:09

ভালো রাখা নয়, ভালো থাকাটা বেশি জরুরি।।

-


4 SEP 2022 AT 13:35

নিজেকে ভালো রাখতে হয়;
অন্যের জন্য নয়, নিজের জন্য......।

-


3 SEP 2022 AT 20:04

তোমার দেওয়া প্রতিটা মনখারাপের উত্তরে
বাড়বে কেবলই নিস্তব্ধতা....;
হাসি মুখের আড়াল থেকে
জানতে না পারা কষ্টগুলো মিলিয়ে যাবে,
চাপা পড়ে থাকা ইচ্ছেদের ভীড়ে।

আঘাতের আওয়াজ শোনা না গেলেও বাড়তে থাকে বিষন্নতা।
ঠিক-ভুলের হিসেব কষে
জীবনের অঙ্ক মেলে না কোনোদিনই,
ভাগশেষে পড়ে থাকে অবশিষ্ট ভালোবাসা....।

আচ্ছা,
ভালোবাসা কি শুধু 'ভালোবাসি'তেই হয়.....?

-


Fetching মনকথা Quotes