12 APR 2018 AT 13:37

আত্মবিলাপ

হয়তো সেদিন থাকবে সবাই থাকবো না এই আমি,
চাইলে সেদিন বুঝতে পারো আমিও ছিলাম দামী।
ছিলাম আমিও স্রোতস্বিনী অন্নপূর্ণা নামে,
অন্ন বস্ত্র উজাড় করেছি বিনামূল্যের দামে।

আত্রেয়ী নাম লিখিয়েছিলাম মুনিঋষিদের দানে
পবিত্ররূপে পূজিত হতাম মহাভারতের খামে।
যুগ যুগ ধরে করেছি লালন ওই জনপদ দশ,
ব্যবসায় তাই সওদাগরদের বাড়িয়েছিলাম যশ।

গ্রাম গঞ্জের হাট বসতো আমার বালুর চরে
শাকসবজি বেচে চাষার ভাত চরতো ঘরে।
ডিঙি করে ধরতো মাঝি আমার জলে মাছ,
অথৈ জলে আমিও ছিলাম উচ্ছল বারোমাস।

অতীত আজকে সেসব কথার স্মিতি নিয়ে গেছে ধুয়ে
মলিন বসনে হতভাগা আমি গিয়েছি কেবল রয়ে।
ইট,কাঠ, আর পাথরের কোলে জনপদ কোলাহল
আস্তাকুড়ের আবর্জনায় বিষিয়ে দিয়েছে জল।

কাটাতার দিয়ে দুই ভায়ে মিলে ভাঙছো কেবল দেশ
ভাঙতে আমায় বাঁধ দিয়েছো দেখতে চেয়েছো শেষ।
আমার জলের ভাগ পেতে আজ চলছে ভীষণ যুক্তি
দেশ বাঁচাতে তোমরাই নাকি করছো নতুন চুক্তি!

অতীতের দান বয়ে তবু আজো কাটছে আশায় দিন,
তোমায় সবুজ শস্যশ্যামলা করতে বাড়ছে ঋণ।
গতিপথ আজ ক্ষীণ হয়ে যেন মরুভূমি আমি প্রায়,
দুচোখে হতাশা জলের পিপাসা তবুও বাঁচতে চাই।

খর উত্তাপে বৈশাখ মাসে বাঁচিয়েছিলাম যাকে,
আজকে আমার দুর্দিনে কেন পাচ্ছিনা খুঁজে তাকে!
তোমার শহরে প্রয়োজন শেষে বঞ্চিত আজ আমি,
জলের চেয়েও তোমার চোখেতে টাকাই নাকি দামী! (অসমাপ্ত)

- জয় দীপ