Jaya Karmakar   (jaya)
38 Followers · 12 Following

আমি আমার মতো, তাই আমার আমি কে সবাই বুঝতে পারবে, সে আশা রাখিনা
Joined 12 July 2017


আমি আমার মতো, তাই আমার আমি কে সবাই বুঝতে পারবে, সে আশা রাখিনা
Joined 12 July 2017
15 FEB 2022 AT 23:25

কিছু হাসি মাখা, খুশি রাঙা
হই হই করে বেঁচে থাকা
মানুষ গুলো,
হয়তো বড়ই একলা...।
জীবনের কম্প্রোমাইস আর সেক্রিফাইসের
নিক্তি কাঁটা আর নিয়ম ভাঙার খেলায়...
কখনো ছক্কা, কখনো পুট
আর!
কখনো হয়ত কিস্তিমাত...।।
© জয়া, ১৫/০২/২০২২

-


20 JUL 2021 AT 23:54

জীবন যে রকম...  আসলেই কি তাই?? নইলে পরিস্থিতির বিপরীতে কেন  মন বলে ওঠে তার অন্য কিছু চাই...
হয়তো ভালোই আছি, মনের সাথে এক্কাদোক্কা খেলায়..
বালিশ আর ভিজে যায়না কাজল ধোয়া জলে.. হয়তো পরিবর্তন হচ্ছে মনের...  পরিবর্তন আমার মেয়েবেলার
অবশেষে,  ভালোই আছি

©জয়া, ২০ জুলাই ২০২১

-


11 MAR 2021 AT 23:09


পুরুষ,
তুমি প্রেমিক হয়ে দেখো...
বুঝে নিও প্রেমিকার অভিমান,
ভালো থাকার অভিনয়...
চোখের লেপ্টে থাকা কাজলে
যদি পরে নিতে পারো
রাত্রিযাপনের গল্পটা, কিম্বা
আধ খাওয়ার নখের রঙ
বলে দেয় তোমায়
ভেজা বালিশের ইতিকথা,
সকালের নতুন আলোয় বুঝে নিও
তুমিই প্রেমিক হতে পেরেছো...।।

©জয়া ১১মার্চ ২০২১


-


4 FEB 2021 AT 21:39

কথারা গুমরে ওঠে চুপকথাদের ভিড়ে,
মেকি হাসির মোরকে...
স্বপ্নেরা আজ বড্ড বেরঙিন,
মিথ্যে কথার জালে...
মন পোড়ানো আগুনের ওম মাখে
রোজনামচার খেরোর খাতা...
নীতি কথার আসরে
শহরের উপকথা...।।

©জয়া ০৪/০২/২০২১

-


15 NOV 2020 AT 18:48

অপুর সংসার, অনেকবার দেখেছি, প্রথমে না বুঝলেও, পরে বুঝে অপুর প্রেমে পরেছি অসংখ্য বার, মন বার বার চেয়েছে একজন সাদামাটা এমন এক অপুর প্রেম, যে দিনের শেষে জলদি বাড়ি ফিরে আসবে, বৃষ্টিতে ভিজতে ভালো বাসবে, বাঁশি বাজাবে আর মন বুঝবে, রাগ করবে বাচ্ছাদের মতো... আপামর বাঙালী মেয়েদের মনের প্রাণের প্রেমিকের সৃষ্টি আজ সংসারের মায়া কাটিয়ে তিন ভুবনের পারে...
আবার এসো ফিরে, নতুন ভাবে নতুনদের ভালোবাসা শেখাতে...

©জয়া, ১৫ নভেম্বর ২০২০

-


23 AUG 2020 AT 20:55

কথারা এলোমেলো,
মুহূর্তের সাথে খেলে কানামাছি,
চুপকথারা লেখে রূপকথা
স্বপ্নেরা বনে জাল...

মন অবুঝ,
ইচ্ছে নিয়ে হয় ফেরিওয়ালা...
শহরের গলি পথে
খুঁজে বেড়ায়
মন খারাপের দিস্তা,
স্বপ্নেরা মাখে মরফিয়া...।।

©জয়া ২৩ আগষ্ট ২০২০

-


23 AUG 2020 AT 16:20

অভ্যাসে হারাও তুমি,
প্রয়োজনে বহুদূর...
অভ্যেস বদলে যদিও
দিন বদল হয়না...
বদলে যাই আমি...
ঘুম হাত নাড়ে নীল জানালায়,
অপেক্ষা সাজায় কথার সারি,
জমতে থাকে
চুপকথাদের অভিমানের পাহাড়...
অপেক্ষার আগুনে কখনো পুড়ে দেখো,
হয়ত, ভালোবাসতে পারবে
তুমিও...।।
©জয়া ২৩ আগস্ট ২০২০

-


20 AUG 2020 AT 20:53

ভালোবাসি তাই
আরও কিছুদিতে চায় মন
হয়তো...
চেনা চাওয়ার বাইরে
আরও অনেক...
তুমি অন্য স্বপ্নে মশগুল,
কিছু অচেনা আহ্লাদে
যেখানে, দিন শুরু কিছু অচেনা সুখে
তবু, বলে যায় মন
ভালো আছি, ভালো থেকো

অচেনা আহ্লাদে

©জয়া, ২০ আগস্ট ২০২০

-


15 AUG 2020 AT 14:44

কথা ছিল, স্বপ্ন ছিল
ছিল আদুরে কিছু এলোমেলো আব্দার
ছিল তোমার আমার আঙুল ছুঁয়ে
সাত সমুদ্দুর পার....
ইচ্ছে ছিল, মন ছিল
ছিল তবু অগোছালো সংসার
ছিল আভিমান কিছু বেসামাল আহ্লাদ
মেঘেদের মন ভার...

এলোমেলো কথার সারি
চুপকথাদের ভিড়ে,
ফিসফিসিয়ে বলে যায়
স্বপ্ন পেলে কি ফিরে....???

©জয়া, ১৫ আগস্ট ২০২০

-


14 AUG 2020 AT 21:13

কেউ প্রেমে পড়ে
আর, কেউ ভালোবাসে আদিম মত্ততায়...
প্রেম, ছোঁয় মন
ভালোবাসা, স্বপ্ন দিয়ে ঘর সাজায়...
প্রেম খুঁজে নেয়
প্রজাপতির ডানার রামধনু আলো...
আর ভালোবাসা!!
সে দুরত্বের বিষে পুড়ে
প্রেমের প্রাণ ভোমরার জিওন কাঠি
আগলে রাখে নীল পদ্মের বুকে...
তারপর...
সময় খেলে এক্কা দোক্কা খেলা...
স্বপ্ন ভাঙে অচেনা পথের বাঁকে....

©জয়া ১৪ আগস্ট ২০২০

-


Fetching Jaya Karmakar Quotes