সবার আয়না দেখাটা বড্ড দরকারী হয়ে পড়েছে।মুখ আর মুখোশের এত্ত ভিড় যেখানে। সেখানে দিনশেষে একটি বার দাঁড়ানো দরকার নিজের মুখ-টা চিনতে।আশাকরি মনের আবর্জনা মুখে ফুটে উঠবেই আর যদি সেটাও না হয় তবে সে তো
*শয়তানের প্রতিমুখ*-
ঈশিতা ✍
(একলা আকাশ)
11 Followers · 17 Following
অতি সাধারণ মেয়ে আমি।অসাধারণের মাঝে সাধারণ ভাবে বাঁচার স্বপ্ন নিয়ে চলেছি।টুকটাক লেখালেখির চ... read more
Joined 21 July 2020
12 AUG 2023 AT 11:03
29 AUG 2021 AT 14:03
নিয়ন আলোর আবছায়াতে,
চেনা পথও অচেনা ঠেকে।
পরিচিত মুখগুলো সব,
কেউবা আছে কেউবা ভ্যানিশ।
বেঞ্চ বাজানো গানের জুটি,
হারিয়ে যাওয়া আড্ডাবাজি।
গলির মুখে ক্রিকেট খেলা,
বিকেল বেলার ঘুরতে যাওয়া।
আজকে সে সব স্মৃতির ফ্রেমে,
যত্নে মোড়া গোপন ঘরে।
ফিরতি পায়ে ক্লান্ত পথে,
মনকেমনের সুর যে বাজে।
স্মৃতির দোরাজ আলগা করে,
ছেলেবেলা ফিরুক ঘরে।-
29 AUG 2021 AT 13:34
ব্যস্ততম কোলাহলের মাঝে,
সে নীরব দর্শক।
পরিচিতির ভিড়ে,
আজও সে একলা পথিক।
অভেদ্য আঁধারে চলে,
তার অবিরাম অন্বেষন।
উষ্ঞ আবেগ মাখা,
এক শীতল স্পর্শের।
যেখানে নেই কোনো অজুহাত,
হোক শুধু পাশে থাকার অঙ্গীকার।-
28 AUG 2021 AT 22:53
সপ্তরঙে ভুবন ভরিয়ে,
বিষন্নতার মেঘ সরিয়ে,
উঁকি দেবে নতুন সকাল।
জীবন তখন বাইবে তরী,
গড়বে নতুন স্বপ্নপুরী,
সীমাহীন উচ্ছ্বলতায়
ভরবে জীবন অনাবিলতায়।-
13 FEB 2021 AT 10:21
তোমার ওষ্ঠের মৃদু পরশে,
শিহরন জাগে মোর মন পরাণে।
তোমার ওষ্ঠ জড়ায় থাকুক,
মোর বন্ধ নয়ন পরে।-