কমছে কেবল আয়ু আমার, জীবন টেনে ধরছে রাশ—
বাড়ছে সকল হারানোর ভয়, কুচিন্তারাই করছে বাস।
মনের ভিতর ঠাঁই গেড়েছে মন-ভোলানো মন্ত্রণা,
নিদ্রা যাওয়ার আগেই নিতি জাপটে ধরে যন্ত্রণা।
এমন বিষম বিষের থেকে জীবদ্দশায় মুক্তি নেই,
সন্ধি করে রেহাই পাব, এমন কোনোই চুক্তি নেই!
মরণ ছাড়া জীবন-রোগের নাই কোনো তাই সমাধান,
জীবন আদতে রোগ-মুক্তির সবচেয়ে বড় উপাদান।-
This is my sole identity—I am a cosmopolite.... read more
তোমার মতোই থাকো তুমি, আমার মতো আমি;
আমার কাছে তোমার চেয়ে আমার আমিই দামি।-
One day I'll definitely die,
Someone will silently cry
In my loving memory;
It will be my glory,
Never will it become dry.
Though I don't know who'll it be
Because I think I'm a nobody,
I am not sure
Who's love pure;
But I have a big hope within me
That there'll surely be somebody
Who'll miss me much after my departure,
Who'll happily bear my memory's torture.
-
পাওয়ার আগে এই দুনিয়ায় কারে বা কে হারায়,
দুখী মানুষের দুঃখ যত, লেখা থাকে চেহারায়।
দুঃখের ভাষা বুঝতে পারে ধরায় আছেই এমন ক-জন?
সবকিছু যার হারিয়ে যায় শুধু সে-ই বোঝে তার ওজন।-
জীবনের জিঞ্জিরে নিঃশেষ হয়ে যদি ডাক আসে যাবার, মরণে কি ভয়?
যত যা-ই হোক চলো তারে করি আস্বাদন,
আজন্ম অটুট থাকুক স্নেহের এ বাঁধন।
এ জনমে যেমন ছিল পরিচয়, মরণেও পরিণতি যেন একই হয়।-
Do not ask question, questions are needless for some matters;
This is the task of time, time itself will give all the answers.-
প্রশ্ন কোরো না— কিছু বিষয়ে প্রশ্নের কোনো প্রয়োজনই নেই;
সময়ের কাজ এটা, জবাবটা দিয়ে দেবে সময় নিজেই।-
I cannot see your soul,
But I can feel it inside mine;
I know you may not opine,
You are my cherished goal.
Your eyes tell me the news divine,
You are the light helping me to shine.
Maybe it's written in our fate,
Come to me O my soulmate!
Let our solitary souls embrace,
Let us feel each other's grace!
I will give the one of mine,
And take the one of yours;
If two souls become bound together,
There will be bountiful love pure!
-
ছাড়ানোর চেয়ে সবার ছড়ানোতেই ঝোঁক,
একাকীত্বেই বরং মুক্তি, জনতাই জোঁক।-
মুগ্ধতার পর্দা ছিঁড়ে যখন কেটে যায় মোহ,
বেরিয়ে পড়ে অদেখা যত ভুলত্রুটি সমূহ।
চমকিত হই, পাই না খুঁজে কোনো বিশেষত্ব;
সব মানুষই সাধারণ— এটাই তিক্ত সত্য।
-