@দেবযানী❤✑   (Debj@ni(পপি)✑)
5.1k Followers · 24 Following

read more
Joined 9 April 2018


read more
Joined 9 April 2018

পরজীবি

ঝাঁ চকচকে নিখুঁত রোদের আবরণে পালিত,
বটবৃক্ষের আশ্রয়ে মুচড়ে ধরে লতা......
সুযোগ খোঁজে দুর্বল খাঁজের।
ইচ্ছেবিষে -পরিণত হওয়ার অপেক্ষা;
আশ্রিতের বিষ ঝাঁঝালো
স্নেহান্ধ চোখে তখন ছানি

আলসে বর্ণময় শেকড় ইচ্ছে-অচল
রক্ত শুষেই লতার জীবন,

অবিশ্বাসের কিট খিমচে ধরে চোখের কোণায়
ততক্ষণে রক্তরস দেয়া অভ্যেস হয়ে গেছে।

-


10 DEC 2020 AT 22:21

দুচোখ ভরে অকাল শ্রাবণ -বন্যা ভুবন জুড়ে;
শ্রান্ত মনন ক্লান্ত যখন, ব্যথায় হৃদয় চেড়ে।
অল্পভাষী শব্দগুলো আলগা বাণের বিষে....
হারিয়ে যাবো ফুরিয়ে যাবো মৌন জীবন শেষে।

-



“চাল কুমড়োর ছড়া”

চাল কুমড়ো চাল কুমড়ো বনেদী বাড়ির ঝি,
তোর বাপেতে নাম রেখেছে- সেই নামটা কি?
চাল কুমড়ো সবুজ সবুজ- সাদা শাড়ি পরে;
হেলে দুলে লাজ ভুলিয়ে চলছে কাদের ঘরে?
চাল কুমড়ো চাল কুমড়ো যাচ্ছো কোথায় তুমি?
খুঁজে খুঁজে সারাটা গাঁ ক্লান্ত হলাম আমি!
চাল কুমড়ো চাল কুমড়ো আমার সাথে এসো,
দুদণ্ড চুপটি করে বাগানে কোনে বসো।
শোনো শোনো চাল কুমড়ো একটা কথা বলি....
একটু বোসো দুপুর বেলা বাগদি বাড়ি চলি।
শোনো তবে চাল কুমড়ো গোপন কথা খানা ;
তোমার সাথে মিষ্টি লাউয়ের মিশতে আছে মানা!
চাল কুমড়ো এখন তোমার ভালোই বয়স হলো,
মানসম্মান লাজলজ্জা সঙ্গে নিয়ে চলো।
মিষ্টি লাউয়ের রসে ভরা মিষ্টি কথায় ভুলে,
শক্ত মনে কঠোর থেকো যেওনা কভু গলে!
রসের কথা, মধুর কথা, মুখেতে খই ফোটে-
তাদের কথায় ভুললে পরে কপালে ছাই জোটে!
চাল কুমড়ো চলো তবে যাই বাগদি বাড়ি,
কালকে থেকে মিষ্টি লাউয়ের সঙ্গে কোরো আড়ি।

-



ফোবিয়া

অবসাদ,
প্রাণনাশক কীটের মতো বিষাক্ত
ছড়িয়ে যায় দেহান্তর;
গলগল করে ঝরে যায় রক্ত।
শরীরের অযুত কোণে
জমাট বাধে নানারকম ফোবিয়া,

প্রাণনাশের ক্ষিদে
শ্বাসের মূর্চ্ছনায় শেষ ধাক্কা।
অনুভবে কান পেতে,
সুরে গানে স্ব মহিমায়
শ্বাসের গল্পে থেকো।

-



বকুল তলায় সন্ধ্যে নামে নিয়ন আলোয় ডুবে,
দিন ফুরোবে মাস ফুরোবে ঠিকই দেখা হবে।
ভালোবাসা নিও আমার, হৃদয় ভরে দিলাম,
তোমার ঠোঁটের মিষ্টি হাসি সবটা বুঝে নিলাম।
ডাকে দিলাম খোলা চিঠি জন্মদিনে তোমার,
শুভ জন্মদিনে শুভেচ্ছা নিও প্রিয় দিভাই আমার।

-


19 AUG 2020 AT 10:34

রন্ধ্রে মিশে গেছে সোনার পাথরবাটি
ভাবাকাশে কাশফুল ফোটেনি আজও
শরতের অপেক্ষায় দেবীর ভাসান হয়ে যায়,
আমার পঞ্জিকায় কাল পক্ষের মেলবন্ধন ছিলোনা
রাশিতে কাটাকুটির ছাপ নিয়ন আলোয় উজ্জ্বল!
শতবর্ষ পেড়িয়েও ছাপ রেখে যাবো প্রিয়
এ আমিষ বৈরাগ্যের দাসী বিধাতার কালিতে,
তবে সুর তোলো, চলো গেয়ে যাই!
গানে রেখো.... মনে রেখো প্রিয়
আমি আছি.... শুধু আমার থেকো।

-



অনেকদিন কিছুই পোস্ট করা হচ্ছেনা ইয়োর কোটে!
ছোটোদের জন্য লেখা একটা পুরোনো ছড়া দিলাম ক্যাপশনে। কবিতার নাম “দুষ্টু মানুষ ছানা”।

-


16 JUL 2020 AT 21:17

ওই বহুদূরের রামধনুটা ঠিক তোমার মতো,
একটা ভেজা পৃথিবী পেরিয়েও যাকে দেখা হয়নি।
উপচে আসা মেঘেরঘটায় অচেনা ছিলাম
চিনতে পারোনি কতদিন!!
যে সাতরঙ্গের স্বাদ পেয়েছে—
সে কি বর্ণহীন বৃষ্টি কণার দিকে তাকায়?
খরস্রোতার গতিতে প্রণয় সুর খোঁজেনা কেউ,
কত কত কালবৈশাখী সয়ে গেছে ওই নদী -ওই ঝর্ণা
ধারায় ধারায় বয়েছে যুগান্তরের আক্ষেপ।
জলোচ্ছাসের মতো উত্তাল
প্রীয়মাণ.....
প্রণয়টুকু শান্তি নিকেতনের মুগ্ধতায় ডুবে।
তোমার চোখে ঝর্ণার আদিকালের গতি খুঁজি,
তোমার ডাকে মেঘের চিঠি চাই—
চাই আজন্মের প্লাবন,
তোমার আমার একটা মোহনা হোক।

-



||ভাগ্যবতী||

ভাগ্যবতী, এত ভালো একটা পরিবার পেয়েছি। যেখানে বাড়ির প্রথম সন্তান হিসেবে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি আর আজও পাই।

ইন্টারনেটে কোথাও দেখেছিলাম নবজাত মেয়েকে
দুধে চুবিয়ে মেরে ফেললে নাকি পাপ হয়না!!

-


27 JUN 2020 AT 11:22

||শব্দযন্ত্র||

ইঞ্জিনে প্রাণপ্রতিষ্ঠা হলে ভাবি
লেখা ছেড়ে দেবো।
এগোতে চায়না কলমও,
গুনে গুনে গুছিয়ে রাখি প্রত্তেকটা দিন।
বৃষ্টির ফোঁটার সঙ্গে বাষ্পের খুব মিল....
এক রক্তেই গড়া,
ভালোই চলতে থাকে, তেলের প্রয়োজন নেই!
বাস্পেটানা যন্ত্রে সন্ধেবেলা ছুটি
তারপর বৃষ্টি প্রাণ পায়।
চাঁদডোবা প্রতি ভোরে
আবার প্রাণ পায়- ঝুঁকি নিয়ে চলতে থাকে
কিচ্ছু করার নেই সেখানে।
আমার পথগুলোও বন্ধ হয়ে আছে!
তাই অনেকবার ভেবেও লেখা ছাড়তে পারিনি।

-


Fetching @দেবযানী❤✑ Quotes