অজস্র প্রশ্নের শেষে দাঁড়িয়ে
তোমার চোখেই খুঁজে পাই উত্তর।-
Instagram - bratatinayak
তোমাকে পেলে বোধহয়,
এই অনুপস্থিতির মেঘমালা থাকত না,
থাকত না রাতের আকাশে
তারার মতো ছড়িয়ে থাকা, সম্ভাবনা
থাকত না কবিতা, না থাকত ব্যথার ভাষা,
না থাকত নিভৃতে বসে
ভালোবাসার গন্ধে সিক্ত হওয়ার ছল।-
জাদুকরের স্নিগ্ধ হাসির
গল্পেরা সব ছড়িয়ে পড়ে,
ভাঙা মনও রাঙায় সে যে,
ভালোবার মায়াবী সুরে।-
থাক না কিছু কথা অনুচ্চারিত
বুকের গোপন গানে
নিজের ভেতর নিজেকে খুঁজি
হারাই প্রতিক্ষণে।-
হাসি যেটুকু আঁকা ছিলো,
তাও নকলের ভাঁজে,
চোখের কোণে কষ্ট জমে
আদিখ্যেতার সাজে।-
যেখানে দেখা হবার কথা ছিল
সেই পথেও আজ ধুলো ওড়ে
তবু কুড়িয়ে নিই কিছু স্মৃতি
মনের কোণে বৃষ্টির মতো ঝরে-
তোমার চোখের জলটুকুতে
ডুবেছি আমি বারেবারে,
ভালোবাসা মানে যদি 'ব্যথা' হয়
সেই 'ব্যথা' দিও উপহারে।-
অজুহাত খুঁজি
নতুন কোনো ঋতুর অলিন্দে
ওর নামটা শুধু হাওয়ায় লিখতে—
বারবার মুছে যাক, তবু আবার লিখি,
অজুহাত খুঁজি...
শুধুই ভালোবাসার অজুহাত খুঁজি।-
হয়তো সে হাসি মুখে
চোখে লুকায় ঝড়,
ভেতরে তার যুদ্ধ চলে
নিঃশব্দে ভাঙে মনের ঘর।-
যেমন করে ঢেউয়ের মাঝে
সাগর খোঁজে ঘর,
আবেগ গুলো হৃদয়ে মেশে
তোমায় দেখার পর।-