Bratati Nayak   (......✍️ব্রততী/রাই)
196 Followers · 72 Following

Dim আনি Dream খাই
Instagram - bratatinayak
Joined 10 July 2017


Dim আনি Dream খাই
Instagram - bratatinayak
Joined 10 July 2017
AN HOUR AGO

অজস্র প্রশ্নের শেষে দাঁড়িয়ে
তোমার চোখেই খুঁজে পাই উত্তর।

-


15 JUL AT 21:16

তোমাকে পেলে বোধহয়,
এই অনুপস্থিতির মেঘমালা থাকত না,
থাকত না রাতের আকাশে
তারার মতো ছড়িয়ে থাকা, সম্ভাবনা
থাকত না কবিতা, না থাকত ব্যথার ভাষা,
না থাকত নিভৃতে বসে
ভালোবাসার গন্ধে সিক্ত হওয়ার ছল।

-


13 JUL AT 11:47

জাদুকরের স্নিগ্ধ হাসির
গল্পেরা সব ছড়িয়ে পড়ে,
ভাঙা মনও রাঙায় সে যে,
ভালোবার মায়াবী সুরে।

-


29 JUN AT 23:04

থাক না কিছু কথা অনুচ্চারিত
বুকের গোপন গানে
নিজের ভেতর নিজেকে খুঁজি
হারাই প্রতিক্ষণে।

-


25 JUN AT 22:18

হাসি যেটুকু আঁকা ছিলো,
তাও নকলের ভাঁজে,
চোখের কোণে কষ্ট জমে
আদিখ্যেতার সাজে।

-


20 JUN AT 12:19

যেখানে দেখা হবার কথা ছিল
সেই পথেও আজ ধুলো ওড়ে
তবু কুড়িয়ে নিই কিছু স্মৃতি
মনের কোণে বৃষ্টির মতো ঝরে

-


17 JUN AT 21:02

তোমার চোখের জলটুকুতে
ডুবেছি আমি বারেবারে,
ভালোবাসা মানে যদি 'ব্যথা' হয়
সেই 'ব্যথা' দিও উপহারে।

-


4 JUN AT 21:37

অজুহাত খুঁজি
নতুন কোনো ঋতুর অলিন্দে
ওর নামটা শুধু হাওয়ায় লিখতে—
বারবার মুছে যাক, তবু আবার লিখি,
অজুহাত খুঁজি...
শুধুই ভালোবাসার অজুহাত খুঁজি।

-


2 JUN AT 21:57

হয়তো সে হাসি মুখে
চোখে লুকায় ঝড়,
ভেতরে তার যুদ্ধ চলে
নিঃশব্দে ভাঙে মনের ঘর।

-


31 MAY AT 22:01

যেমন করে ঢেউয়ের মাঝে
সাগর খোঁজে ঘর,
আবেগ গুলো হৃদয়ে মেশে
তোমায় দেখার পর।

-


Fetching Bratati Nayak Quotes