#বীথি সরকার   (বীথি🍃)
862 Followers · 104 Following

read more
Joined 17 June 2017


read more
Joined 17 June 2017


#শোক

নিজেকে সরিয়ে নিতে হয় এই ভেবে,
না জানি কি খামখেয়ালি সাঁকো,
তুমি চলে গেছো ছায়া মাড়িয়ে;
সৌজন্যে দেখা পাবে নাকো।

যা কিছু সরিয়েছে মেঘ,
আকাশের হাওয়ার মতন,
ফ্যাকাসে মুখগুলো ভারী,
শেষ হওয়া অনভিপ্রেত।

খানিকটা থেমে যাই চরে,
চোরাবালি গ্রাস করে মায়া,
চোখ মেলে শূন্যতা দেখি,
তোমার চোখে চুড়ান্ত যে হায়া!

ঠিক আছে বস একবার,
বিদায়টা শেষমেশ হোক,
জীবনের টানাপোড়েনে,
একসাথে পালি চলো শোক।

-



যে পথে উড়ছে ধুলো,
ধোঁয়াশা; অস্বচ্ছ সব,
সেখানে কি ই বা থাকে,
নিঃশব্দে হয় কলরব।

তা বলে চলে গেলে হবে!
ভালোবাসার অজস্র ছাঁই,
যারা বলে ভালো আছি খুব,
তাদের তো আদৌ কিচ্ছু নাই।

-


23 SEP 2023 AT 21:46

কিছু অছ্যুৎ কারিগর!
যাদুকরী; এঁকেছিল পাথরে,
সেসব তলিয়েছে লবণে,
একাকী সমুদ্রের কবরে।

-


26 JUL 2023 AT 23:54

কাহাতক খুঁজে চলি সুক্ষ্ম তাবিজ,
যাতে ভালোবাসা আছে লেখা।
মরুপথে জেরবার ক্লান্ত নাবিক,
আদতে মরীচিকা;
সব ফাঁকা!

-


3 JUL 2023 AT 22:59

তখনও উচাটন তোমার আবেগ,
দেখোনি ফিরে কে ভেসেছে জলে,
এবারে ঢেউ ফেরালে কাগজ,
ভাসিও নৌকা বৃষ্টি হলে।

-


28 JAN 2023 AT 23:43

কখনো জীবন এমন ;
সাজানো ফুলের মতন,
কখনো ঘড়ির কাঁটায়,
সময় হয়েছে খাটো।

তোমায় চিনব বলে;
মেপেছি তারায় শহর,
দেখাটা অদেখা দিনে,
বৃথাই কাটলো প্রহর।

-


30 NOV 2022 AT 0:26

বহুকাল দিন যায় ভিজে,
ঠান্ডার ধাত গেছে কেটে,
নিরাময় প্রকল্প ব্যয়হীন,
উষ্ণতা গচ্ছিত শীতে।

-


25 JUN 2022 AT 23:02

জীবনে একেকটা দিনের গুরুত্ব অপরিসীম। আসলে যা চলে যায়, তা চলেই যায়।সেলিব্রেশন বা উৎসব কোনোটাই সেই মুহূর্তকে আগের মতন উজ্জীবিত করে তুলতে পারেনা।
তাই মুহূর্তেই সুখ খুঁজে নেয়া জরুরী।
" ভালো থেকো মুহূর্তরা"!❤️

-


22 JUN 2022 AT 22:59

সুখ কাকে বলে-আরশি নগর,
ভালোবাসার নাম অ-সুখ।
চাঁদপুরে টান-রোশনাই ঘ্রাণ,
যে যেভাবে হোক বাঁচুক!

-


15 JUN 2022 AT 22:03

সামলে নিতে নিতে সৌজন্য শব্দ
মিছামিছি এড়িয়ে যায় বিয়োগ,
যা কিছু ছুঁয়ে যেত আলো-বাড়ি
বিড়বিড় শব্দ- সংযোগ।

ধীরে ধীরে শেষ হয়ে আসে;
সময়ের বালুকা-ঘড়ি,
এবারে ফুরিয়ে গেলে 'আমি',
সেটাও হবে বড্ড বাড়াবাড়ি।

-


Fetching #বীথি সরকার Quotes