20 JAN 2018 AT 16:58

"ডায়েরির পাতায়"

পৃথিবীতে সবটাই আপেক্ষিক,সবই মায়ার খেলা;আর প্রতিটা মানুষই সম্পর্কের এই মায়াবী জালে আবদ্ধ|তবুও মাঝে মাঝে কোনো এক সত্ত্বা এই সমস্ত জাল ছিন্ন করে মুক্তির বাতাসের সন্ধান করে|তবে এই কী সেই 'আমি'?প্রশ্নটা বারবার বিড়ম্বিত করে তোলে আমাকে|কিন্তু যে চিরস্থায়ীত্বের সংজ্ঞা এই 'আমি' এর সাথে জড়িত,তার বাস্তবতা তবে কোথায় ? আপেক্ষিকতাবাদ আর স্থায়ীত্বের মিলন কী আদেও সম্ভব!!
পৃষ্ঠা-৫

[ক্রমশ]

- Emotional nib