25 NOV 2017 AT 2:50

ঝড়া পাতাদের খোঁজ কেউ রাখেনি
ঝড়ে গেছে নিজেদের মতো;
শীতের আচর গায়ে কাটে রোজ
জাগিয়ে তোলে ক্ষত।

শুকনো ডালপালা মেলে
অস্তিত্ব বোঝায়, বিষন্ন এক গাছ;
পাতাহীন ফিকে ধূসর হয়েছে
শূন্য হয়েছে তার সাজ।

কোথাও কেউ উষ্ণতা ছোঁয়
সাজিয়ে রাখে রাত;
কেউ বা হয়তো একাই প্রেমিকা
বুকে নিয়ে প্রেমিকের আঘাত।

- মিনি🌸