Barnojit Manna   (বর্ণজিৎ)
48 Followers · 10 Following

কখনো সখনো ভাবনাদের লিখে রাখি, এটুকুই।
Joined 6 February 2018


কখনো সখনো ভাবনাদের লিখে রাখি, এটুকুই।
Joined 6 February 2018
8 FEB 2022 AT 1:01

যা পেয়েছি তা বোধহয় ফেরত দেওয়া গেল না,
সময় সমাপ্তির ঘোষণা এলো হটাৎ,
সিক্ত বিহ্বল নজর গেল ওই
দৃষ্টিহীন নির্জীবের দিকে,
একঘেঁয়ে সে সিম্ফনি আর আঁকড়ে
ধরতে পারবে না,
ঝর্ণার সাথে যদি তৃপ্তির কিছু সম্পর্ক
থেকে থাকে;
তবে এক সম্পূর্ণ শূন্যতা আমি।
আবেগের নাগরদোলা এবং উপর-নিচ,
বড়ো দ্রুত বারুদ শেষ হয়ে যায়,
চিরপ্রতিদ্বন্দ্বীর গীতা;
চেনা হরফে লেখা ঈশ্বর;
সময় থামিয়ে যদি নিয়ম ভাঙতে,
আর লোকসানের সুযোগ তেমন ছিল না,
যাহোক শেষে নামলো আগুন
আমার চোখে,
সঙ্গী হলো মেলা অভিযোগ,
কী তাড়াতাড়ি নিশ্চিহ্ন হওয়া যায় না?
কত আশা অসমাপ্তই ছাড়তে হলো,
কত প্রশ্নের বাকি রয়ে গেল জবাব।

-


30 AUG 2021 AT 21:56

Almost every artform doesn't have a clear best, rather you have your favourite artist.

-


28 AUG 2021 AT 18:35

চলে যায় তৃপ্তি, চলে যায় স্বস্তি,
ভালোবাসা চলে যায়,
ভালোলাগা চলে যায়,
অনুভূতি চলে যায়, চলে যায় হর্ষ,
একেএকে চলে যায় সবাই,
শেষমেশ চলে যাও তুমিও।

রয়ে যায় মৌনতা, রয়ে যায় শূন্যতা,
জেদগুলো রয়ে যায়,
ক্ষতগুলো রয়ে যায়,
উদাসীনতা রয়ে যায়, রয়ে যায় দম্ভ,
অনাদরে রয়ে যায় সবাই,
বল তবে কে আমার একান্ত?

-


14 JUN 2021 AT 2:35

টোটাল ফুটবল আর সাম্যবাদের মধ্যে অনেকখানি সামঞ্জস্য।

-


14 JUN 2021 AT 1:29

খুনসুটি লুটোপুটি ঠাট্টা আর হইহই,
স অফ সেন্সের দেখা কই, নেই নেই।
টিটকিরি ফিটকিরি বিন্দাস খুব ফান,
মাথা ঘোরে? খিঁচুনি? ভাইরাস রান রান।

ন্যাকা ঝ্যাকা গদগদ বিচ্ছিরি বোকাভোলা,
উহু আহা যন্ত্রণা ঝাড়ে বাঁশ চাঁচাছোলা।
হাবা কানা বাস্তবে বাঁচা বহু শক্ত,
নাক দিয়ে ফোঁসফোঁস হাশমির ভক্ত।

ভ্যানিটির গুদামের ভ্যারাইটি পুসু পেম,
থকথকে চটচটে আমজেলি জেতা গেম।
ভালোবাসা ভালোভাষা মিস্ত্রি ভাঙ্গা বাড়ি,
বোম ভোলে বুঝি খুঁজি; খুঁজি নারি।


দুমদাম হাঁকলেই দাম বুঝি বেড়ে যায়?
চ-কারের চস্কায় হায় প্রাণ ধন ফস্কায়।
মরিনোর ফলস প্রেস ভালো করা আটকায়,
প্রতি বলে চৌকা ভাগ্যের ফাটকায়।

কিবা বলি কিসে বলি অত জোর কই পাই,
শিয়ালের দল ভারী, রাজাবাবু রাজি নাই।
টিপা পরে কানে দাও? প্রভু তাতে হয় খুশি?
জাজমেন্ট ডের বেলা চুপচাপ বুড়ো চুষি।

গাছে চড়ে আলু পাড়ি, শুনে ভারী মজা পাই,
খাড়া হলো সিঁড়ি মানে কোনো মানে নাই।
আল ফাল কথা শুনি কাকী হাসে হি হি,
চিললাও, গরজাও, "ক্যা ক্যা ছি ছি।"

-


15 MAY 2021 AT 0:10

অভ্যাস বদলায়, স্বভাব নয়।

-


7 SEP 2020 AT 3:27

ল্যাম্পপোস্ট

সব দেখে , সব বোঝে , বলতে পারেনা ,
ঠিক যেন সূর্যের মত ,
নুড়িপাথরের নিচে পৌঁছাতে পারেনি যদিও
তবুও খানিক বেঁকিয়ে নিজেকে
ছোটবেলার পড়া ভুল বলে জানলাম পরে ,
যাচাই করে নিতে দেখি
কনিকাদের হাল - হকিকত ,
বড্ড ভরসা পাই , অন্ধকার রাস্তাকে
প্রকল্পিত প্রমাণ করা একটা ল্যাম্পপোস্ট ।
আলোই যথেষ্ট এক্স- রে করার জন্যে ,
অনুপস্থিতি খুঁজতে থাকা প্রেমিকের
অভিসন্ধি চিৎকার করে বলতে চায় কানে কানে ,
অবজ্ঞা পায় শুধু ,
পড়ুয়ার কাছে বেশি করে যায় ,
নিশ্চিত করে আমি ফুরোলে প্রতিবেশী
আসে যত দ্রুত ,
অনুরণন সৃষ্টি হয় হাইপোথ্যালামাসে ,
যার যেটা লাগে তাই ঝরতে থাকে ,
আলো আর পিটুইটারি বন্ধু হতে পারে ,
উষ্ণ থাকে পাতাগুলো শীতে ,
ঝালমুড়িওলা নুন কিনলো বাড়ির জন্যে
সিএফএলের বদলে ,
সর্বহারাটা প্রথম তাকালো ওপরে ,
কেন যে বেশি উজ্জ্বল লাগছে আজ !
পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছেই ,
পাল্টা দিতে ব্যবহার করা হোক ।
ওপর থেকে অনেকটাই ও দেখে ,
ওর পাড়াকে ও বেশ ভালো চেনে ,
উপগ্রহ সদা ভরসাযোগ্য নয় ,
আশীর্বাদের সঙ্গে চেহারা বড্ড মেলে ,
দাঁড়িয়ে থাকুক বহাল তবিয়তে ।

-


29 AUG 2020 AT 3:18

সময়

সময় বোধহয় কারোর কথা রাখে না ,
নিষিদ্ধ পল্লীর ঐ বেশ্যাটার খাটের তলায় লুকানো
ফটোফ্রেমটার দিকে চেয়ে চেয়ে কাঁদা ,
সদ্য সুড়ঙ্গহারা উইপোকাগুলোর যত্রতত্র ছুটে ছুটে বেড়ানো ,
মর্গে পড়ে থাকা দাবিহীন লাশটার
শরীরজুড়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ে
ওভারস্পিড বাইকের আক্ষেপ ,
মৃত্যুশয্যা অবধি দশরথকে তাড়িয়ে বেড়ায়
ওই সাপে বর পাওয়া শব্দভেদী বান ,
জেলখানার দাগি আসামিটার বিনিদ্র রাত
" ক্রাইম অফ প্যাশন " - এর আকস্মিকতায় ,
বয়সন্ধি পেরোনো কলেজ দিনের বন্ধুগুলো
কাজের চাপে ভীষণ ভীষণ একা ,
আপসহীন প্রেমিকার প্রতি অস্বীকৃত দ্বিতীয় সুযোগ ,
বেচারি হরিণের চোখে কয়েক মিলিসেকেন্ড আগে
না দৌড়ানোর হতাশা ছিঁড়ে ফেলা অবধি ,
লোভে পড়ে সরিয়ে ফেলা দামী ঘড়িটা
কখনো না পড়া ও অপরাধবোধ ,
এক্সট্রা চাটনির জন্যে না দাঁড়ালে
এই বাসটা অবধারিত পেয়ে যেতাম ভাবা কর্মী ,
আর নিজের পুরনো আমিটাকে রোজ
খুঁজে বেরিয়ে প্রতিনিয়ত আরো বদলাতে
থাকা তুমি ,
না , সময় বোধহয় কারোর কথাই রাখে না ,
সময় ফিরে আসে না ।

-


19 AUG 2020 AT 4:38

ঝমঝম বৃষ্টিতে হিরু ভিজে চপ চপ ,
মাথা ঝেড়ে দাঁড়কাক উড়ে যায় বেয়াদব ,
ধুপধাপ ছোটে ছাদে মোজাখানি নামাতে ,
ছাতা নিয়ে চলে বিলে দাড়িটাকে কামাতে ।

দুমদাম খায় কিল নামতা গিয়ে ভুলে ,
অপমানে জগাধনের থোবরাটি গেছে ফুলে ,
টসটস জল পড়ে উফ সেকি বেদনা ,
সমতা দিদি বলে আর তুমি কেঁদোনা ।

ফটফট মুখে মুখে চোপা করা ঠিক কি ,
বাড়িতে রাঁধবো তাজা সেলে ভেটকি ,
হুসহাস চুমুকে তৃপ্তি তো ঝড়বেই ,
একটা খেলেই মন আরো খাই করবেই ।

ঘড়ঘড় কাসছো যে বদ্যি কি ডাকবো ,
বল যদি আজ রাত এখানেই থাকবো ,
ফিকফিক হাসো যে এত কিসে রঙ্গ ,
সব শেষ এক চড়ে ঘুম হলো ভঙ্গ ।

-


19 AUG 2020 AT 3:48

ছেলেটা একটু ক্ষ্যাপাটে গোছের , একগুয়েও বটে ,
"বাঁধাধরা ফিতে"- তে অন্তত তাই বলে ,
ছেলেটা হিংসা করেনা , ভালোবাসে সবাইকে , খুব ,
ভীষন পরিষ্কার ওর মনটা , আজকাল তো দেখাই যায় না ,
পড়াশোনায় খুব মন , আসলে বিদ্যা অর্জনে ,
বলে বই আর প্রকৃতি ওর মাস্টার ,
তাও বা তাই , দেখ ছেলেটা খুব সোশ্যাল ,
সমাজে কি চলছে সব ওর নখদর্পণে ,
কিন্তু মেলাতে পারেনা , না পারে ভুলতে ,
ছেলেটা সবার জন্যে ভাবে ,
চিৎকার করে বলে নিজের কথাটা ,
লেখে ,
সত্যিটা , স্রেফ সত্যিটা , পরোয়া করে না কিছুর ,
কেউ কেউ তাই ওকে মাথায় করে নাচে ,
নাম দিয়েছে , "আরবান বিপ্লবী" ,
কারো কাছে ছেলেটা উস্কানির ডিপো ,
নাম দিয়েছে , "বিরোধীদের চামচা" ,
ছেলেটার কিছু এসে যায়না ,
বলে আমি কেউ নেই , আমি তুমিই ,
একজন সৎ নাগরিক ,
প্রাথমিক কর্তব্যরত ।

এমন ছেলে চাই , এমন ছেলেই চাই ।


-


Fetching Barnojit Manna Quotes