Arundhati Das   (Kalam_wali_bai)
129 Followers · 5 Following

Wanderer Soul and a foodie moody
Joined 19 May 2017


Wanderer Soul and a foodie moody
Joined 19 May 2017
19 SEP 2019 AT 9:22

আকাশেতে লক্ষ তারার মেলা,
করছ তুমি তাদের সাথে বন্ধু-বন্ধু খেলা!
হঠাৎ করেই চোখটা গেল সন্ধ্যা-শশীর দিকে।
ওমা,সে কোথায় গেল রাতটা করে ফিকে?

আস্তে আস্তে তারারাও সব নিল জীবন-ছুটি,
চাঁদ বিনা তোমার নিজের জীবন এবার গেল টুটি।
তার কিরণে উদ্ভাসিত তুমি খেয়াল করোনি তখন।
এবার তুমি সর্বহারা, বিধু হারিয়ে গেল যখন।

-


29 AUG 2019 AT 14:56

প্রেম হয় ফিকে, প্রতিশ্রুতি বিকোয় সস্তায়।
সত্যি জানার পরে, মন যেন না পস্তায়।

-


10 AUG 2019 AT 14:51

চলার পথে হঠাৎ বাঁধা
চলতে গিয়ে ভয়,

হাতটা হঠাৎ সরিয়ে নিলে,
জোর করে এক ধাক্কা দিলে,

তোমার হাতের আঙ্গুল ছেড়ে
এখন,
একাই হাঁটতে হয়।

-


25 JUN 2019 AT 14:56

না পাওয়ার থেকে পাওয়াগুলোর দিকে মন দিলে অপ্রাপ্তির থেকে প্রাপ্তির আনন্দটা অনেক বেশি হয়!

-


20 MAY 2019 AT 18:05

তোমার সঙ্গ ছাড়া চলছে জীবন
আজ তিনমাস হল...
শরীর অনেক ন্যুব্জ আমার,
মনে পড়ার অভ্যাস তবু যায়নি...
কারণ,
মন যে এখনও ষোলো।

-


23 MAR 2019 AT 7:11

তুই আমার আগামীকালও না।
তুই আমার গতকালও না।
তুই শুধু আমার আজকের সকালটা হয়েই থাক।
মুহূর্তে বাঁচতে চাই।
স্মৃতিতে না।

-


16 MAR 2019 AT 9:22

তোমার মনে অন্য কেউ,
তবে আমায় ডাকলে কেন?
ভালবাসার আজব খেলায়,
আমি দাবার বোড়ে যেন!

-


26 FEB 2019 AT 18:07

জোর করা ভালবাসা থেমে যায় হসন্তে,
চোখ ভেজা বর্ষা যখন মেলে এই বসন্তে।

-


13 FEB 2019 AT 10:42

পারলে ঠোঁট ঠেকিও...

তার ওই নরম দুই ঠোঁটে,
তার ওই হরিণী দুচোখে!
যেখানে ভালবাসা খেলা করে
কার সাধ্য তাকে রোখে?

-


12 FEB 2019 AT 10:45

পারলে জড়িয়ে ধরো,

অনেকক্ষণ সময় ধরে,
কপালে এঁকে দিও স্নেহচুম্বন
শান্ত হবে হৃদি আমার
প্রবল ঝড়ের পরে।

-


Fetching Arundhati Das Quotes