21 MAY 2018 AT 9:02

অমোঘ গড়াণ-টানে ক্ষয়াটে শরীরে
এসেছিল, শুনিয়েছিল কত কথকতা !
নাইবা শোনাবে কেন!
প্রাচুর্যের ক্ষয়িষ্ণুতা ঋদ্ধ করে যে!
সর্পিল রেখায় শরীর জুড়ে গল্পকথা।

ওরা বলে নুড়িপাথর, আমি বলি উপলখণ্ড,
ও যে মানে না মানা!
তাই ভালো নামটা তোলা থাকে
মনের তাকে,
নাড়ি চাড়ি, আদর করি কাজের ফাঁকে।

থিতু হয় না ...
স্রোতের টান, সে যে মায়াবী বড়!
আবারো বেড়িয়ে পড়ে, আঁকা বাকি
আরও কিছু ছবি ;
ওরা থিতু হয় না,
গড়াতে ভালোবাসে নুড়িপাথর।

আমি বলি উপলখণ্ড,
ছুয়ে ছুঁয়ে যায় প্রতিটি বাঁকের উপকথা,
উপভোগে ঋদ্ধ করে আপন-খণ্ডাংশ,
পেছন ফিরতে তো জানে না,
আঁকতে থাকে শরীর জুড়ে
নতুন মানচিত্র।


- অপর্ণা