Antara Ghosh   (✍ অন্তরা 🌿)
2.1k Followers · 126 Following

read more
Joined 10 August 2017


read more
Joined 10 August 2017
15 APR AT 12:01

রঙিন রেখায় বদলে যায় ঠিকানা
আকাশের কোলাহলে দিন ফুরোনোর নেই চিহ্ন
পাখিদের ব্যস্ততায় মেলে ধরি নিজের উজার সত্ত্বা
ফুরফুরে দিন শেষে একটা মেয়ে শেকলশূণ্য ।

-


16 MAR AT 14:03

আঘাত কাটানোর একঘেয়েমি অক্ষর
বিকিয়ে যেতে যেতে লুপ্তপ্রায়,
ধরাতলে রসাতল আবেগী জোছনা
কল্পতরুর ছায়াপথে এগিয়ে যায় !

সন্ধিবিচ্ছেদের একটা যোগচিহ্নে
যারা সম্পর্ক যুগিয়েছে শুধু,
বেমানান দোষে হারিয়েছে ঘর
কালের সীমানায় ধূ-ধূ ।

-


24 DEC 2023 AT 21:19

অলস অবসরে রাত্রিকালীন স্মৃতিতটে
খেয়াল নেই আর কে নিয়েছিলো অভিমান জিতে,
আজও কড়া নেড়ে এগিয়ে যায় আগন্তুক
একদৃষ্টে চেয়ে থাকি কুয়াশা ভরা বিবর্ণ শীতে ।

পিছু ফিরে চাওয়ায় লজ্জা নেই,
শুধু গভীরভাবে বেড়ে যায় মনের পুরোনো খাদ ।
সময়ের স্রোতে বয়ে চলে ক্ষয়ে চলে দুঃখ জানি,
জখমের যন্ত্রনার নাকি অফুরান মেয়াদ !

-


24 DEC 2023 AT 21:14

অলস অবসরে রাত্রিকালীন স্মৃতিতটে
খেয়াল নেই আর কে নিয়েছিলো অভিমান জিতে,
আজও কড়া নেড়ে এগিয়ে যায় আগন্তুক
একদৃষ্টে চেয়ে থাকি কুয়াশা ভরা বিবর্ণ শীতে ।

-


13 DEC 2023 AT 20:11

চুকিয়ে গেছে সন্ধি মনের
চুঁইয়েছে মলিনতা অকপটে,
বলে দাও ফাঁকি সব যাপণকথা
তারায় তারায় মিথ্যেও রটে !

বদলে ফেলে মনের মিল
ফসকে গেছে হাতের নাগাল
আপোষহীন লড়াই যত
ভরা চোখের অন্তরাল ॥

-


4 DEC 2023 AT 13:06

মেঘের শহরে মন ফুরফুরে ভালো লাগা
রঙের বদল, গোধূলির ভেলায় দিনযাপণের ক্ষয়

টিমটিমে ব্যথার মতো জ্বলে ওঠে শহুরে বসতি
ছোঁয়াচে ব্যাধির উষ্ণ আঁচড় আগামীর সূর্যোদয় ।

-


4 DEC 2023 AT 0:20

পিছু ফিরে চাওয়ায় লজ্জা নেই,
শুধু গভীরভাবে বেড়ে যায় মনের পুরোনো খাদ ।
সময়ের স্রোতে বয়ে চলে ক্ষয়ে চলে দুঃখ জানি,
তবে জঘমের যন্ত্রনার নাকি অফুরান মেয়াদ !

-


26 NOV 2023 AT 12:06

আকাশ নিয়ে আমি খুঁতখুঁতে বরাবর।
আমি নিজেকে মুঠোস্রোতে ভাসিয়ে দিয়েছিলাম
ব্যাপ্তির উদারতায়।
কেউ বা হেসে বলতেই পারে,
"আকাশে আবার স্রোত কই ? "
আমি বলি,
"তুমি লাগামছাড়া হতে শেখোনি নিশ্চয়ই..."

-


26 NOV 2023 AT 0:58

আকাশ নিয়ে কিছু বলবার স্পর্ধা হারিয়েছি বহুকাল আগেই
শূণ্যতায় মেপেছি দূরত্ব, বিশালতায় বেঁধেছি বুক !
হাত পেতে থেকেছি মেঘের আলোয়...
খাঁজে খাঁজে বিদ্যুৎ !


-


1 NOV 2023 AT 21:55

গুমোটে জানলার বাতাসে চুপকথা-রূপকথার অতল সমর
সংশয়ী সীমানায় রাজা আর রাণী , ভাঙছে-গড়ছে তাসের ঘর !

শিরোনামহীন কথা কাটাকাটি, বিনিময়ে লেসহীন সৌজন্যতা
এই ভাবে ভাঙাচোরা অভিমান-যাপণে , ভালোবাসার মৃত্যু এবং স্তব্ধতা...

-


Fetching Antara Ghosh Quotes