কাঠগড়ায় কে দাঁড়িয়ে একা,
নিশ্চল,নির্বাক,হাসিমুখে?
ফাঁসির আদেশেও উর্ধশির কার ?
উল্লাসের ঝিলিক কার চোখে ?
কৈশোরে কে জ্বালালো আগুন
বুকের রক্ত দিয়ে?
হাসি হাসি পড়লো ফাঁসি
কোন বীরপুত্র ভারতের ?
আমি ,হ্যাঁ আমিই,
আমি ক্ষুদিরাম,
মাতৃভূমির শৃঙ্খল ঘোচাতে
আমিই দিয়েছি প্রাণ ।
স্বাধীনতার স্বপ্ন নিয়ে
বেড়িয়েছিলাম পথে,
তৈরি করে কলের বোমা
শিকল পড়েছি হাতে ।
১১ই আগস্ট,সকাল ৬ টা,
ফাঁসির মঞ্চে হাজির হলাম,
মাত্র ১৮ বছর বয়সে,
আমি চিরও নিদ্রায় শুলাম।
শুধু রেখে গেলাম জ্বালিয়ে
বিদ্রোহের নীল শিখা,
অগ্নিকিশোর ভারতসন্তান আমি
এই আমার আত্মকথা ।।-
🤘I am favourite of mine🤘😋
এলোমেলো বই এর তাক,
আর ডায়েরি জুড়ে সেই শুরু
কবিতার আনাগোনা।
খোলা চুল,স্নিগ্ধ বাতাস,
খেয়াল খুশির কল্পনা ।
মনের কুটিরে তখনও বাকি
প্রেমিকের আগমন,
একরাশ ভালোলাগা
দৃষ্টিজুরে শুধুই তখন।
হৃদয় তখনও দেখেনি চেখে
সুখ - ব্যথা ভালোবাসার,
কৈশোর চায় ভাঙতে আগল,
হাতছানি এক সমুদ্দুর।
মনের মাধুর্য তাজা তখনও অনেকখানি,
আহা কত সুন্দর ছিল
কৈশোর জীবন আমার ।-
ওদের একটু খেলতে দিন,
খোলা মাঠে ছুটতে দিন,
ওদের মনের আয়তন আরও একটু বাড়তে দিন।
হাতে মোবাইল বা কোনো গ্যাজেট নয়,
একটা ফুটবল কিংবা ক্রিকেটের কিটস তুলে দিন।
ওদের একটু খেলতে দিন।
না না মোবাইল বা ট্যাবলেটে গেম নয়,
ধুলোমাখা মাঠে, প্রকৃতির কোলে,
একটু বৃষ্টি রোদে ভিজতে দিন,
ভেজা ঘামে শরীর জুড়ে,একটু ধুলো মাখতে দিন।
প্লীজ ওদের একটু খেলতে দিন।
ইন্টারনেটে বন্দী ওদের শৈশবকে মুক্তি দিন,
আরো একটু খোলা বাতাস ফুসফুসে ওদের ঢুকতে দিন,
বাস্তবতা শেখার আগে শৈশবটা নিংড়ে নিতে দিন।
প্লীজ ওদের খেলতে দিন।-
সহসা তুমি এলে যেই,
অমনি জমাট নিম্নচাপ যত ছিল
আমার অলিন্দ নিলয় জুড়ে,
তারা রূপ নিল ঘুর্ণবাতের ,
আর আছড়ে পড়লো
তোমার বুকের তীরে,
ভাসিয়ে নিয়ে যেতে তোমায়
আমার মন খারাপের দেশে,
যত পাগলামো আর ছেলেমানুষী
রাখা ছিল এতদিন বুকের গভীরে,
তাদের আরো একবার প্রশ্রয় দিতে ।-
চেনা পথ ধরে আর পারিনা হাঁটতে,
পড়ে থাকা কাঁকর,বালিও অভ্যস্থ
আমার পাশের দেখতে তোমায়,
অন্য পথ নিয়েছি বেছে,
তাদের সকল প্রশ্ন এড়াতে ।-
বন্দী আমি আলোর ঘরে,
দরজা জানালা নেই একটিও,
বাইরের উন্মুক্ত অন্ধকারের মিষ্টি গন্ধ
ভাঙতে চায় শিকল আমার,
সেই আঁধার ই অনেক শ্রেয় ,
বদ্ধ আলোর চেয়েও ।-
I am tired and wanna a good sleep.
My mind wants my eyes to be closed.
But my heart wants to remain awake
To feel more pain instead.-
ক্ষতের পাশে গোলাপ,
চিন্হ ঢাকার প্রয়াস,
কাঁটার আঘাত লুকিয়ে রেখে,
ছড়িয়ে দেয়া পাপড়ি - সুবাস ।-
কৃষ্ণচূড়ার লাল শিখাও
আজ উত্তাপহীন ,
তোকে ছাড়া তারা গোনা
রোজ রাতে সীমাহীন।
ব্যাথার পাহাড় কেঁপে উঠে
পাঁজর জুড়ে মেঘ ঘনায়,
খরস্রোতায় বদ্বীপ গড়ে,
তুষার জমে মনের চূড়ায় ।-