Abhishek Nath   (Abhishek Nath)
3 Followers · 1 Following

তবু..মনে রেখো
Joined 5 January 2020


তবু..মনে রেখো
Joined 5 January 2020
27 MAR AT 15:24

রঙ্গীন যতই রঙ্গীন হোক,
চোখ নষ্ট ভাই,
সাদা-কালো মনোরম
চোখের আরাম পাই ৷
রঙ্গীন পানে সবাই ছোটে
বলে চমৎকার,
বাস্তবেতে সাদা-কালোয়
ভরা এ সংসার ৷৷

-


17 FEB AT 14:59

কি এমন ক্ষতি হতো,
যদি পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে-
যে যাকে চায় তাকে পেয়ে যেতো!

-


30 DEC 2023 AT 16:08

No one can see my status unless I give them permission

-


30 DEC 2023 AT 15:44

যদি থাকে...নসিবে,
আপনা থেকে আসিবে.

-


18 OCT 2021 AT 21:08

শক্তি তুমি, হে নারী
এ বিশ্ব তোমার হাতে গড়া
সৃষ্টি কী কখনও পূর্ণ হয়?
তোমার আশীষ ছাড়া |

-


18 OCT 2021 AT 20:59

আচরণ ভালো,আবরণ নয়
শিখেছিলাম ছোটোবেলায়,
সময় আজ শেখালো অন্য কথা
মুখ ঢাকা আবরণেই,
শুদ্ধ আচরণের পরিচয় |

-


18 OCT 2021 AT 20:38

রংমশাল নয়,রংধনু প্রিয়
রং যে তার কত,
আগুন ছাড়াই রঙিন সে যে
নিজের খেয়াল মতো |

-


7 OCT 2021 AT 11:16

আমার জন্য মরতে পারবি?
মৃত্যু! এতো বড্ড সোজা,
আমার সাথে বাঁচবি কিনা বল?

-


24 SEP 2021 AT 21:45

সব কিছুর হিসাব কি মেলে?
সব কিছুর মীমাংসা কি হয়?
জীবনটা সত্যিই অদ্ভুত,
শুধুই জয়-পরাজয়.

-


2 DEC 2020 AT 17:29

চাইলেই দূরে যেতে পারি,উন্মুক্ত বলাকার মতো
সবার অগোচরে দিগন্ত রেখা ধরে বহুদূর...কালের সীমানা পেরিয়ে,

-


Fetching Abhishek Nath Quotes