अभिजित বাবন   (Ov)
1.1k Followers · 6 Following

read more
Joined 26 April 2017


read more
Joined 26 April 2017

ফেসবুক পেজ পেনseal এর সাথে যুক্ত হতে চাইলে Bio এর লিঙ্ক এ click করবেন।

-



তারা সবাই ছিল, জটলা জমত বেশ।
এখন সব ফাঁকা, কাটছে না স্মৃতির রেশ।।
যারা পর করতে চেয়েছে, তারা হল পর,
আপন যারা ছিল আমার আজও আছে,
অন্য কেবল থাকার একটা ঘর।

-


29 DEC 2022 AT 11:12

দেখো তারা যারা চিনতে পারো কি না!
মনের মানুষ খুঁজছো বৃথা যখন মনকে বোঝো না।

-


16 DEC 2022 AT 14:12

লড়াই জারি রাখার
প্রচেষ্টা শত বিজয়ের
ধ্বজা হাওয়ার বীপরিত
অস্তিত্ব মৃত্যুর মুখোমুখি।

-


29 NOV 2022 AT 18:06

জীবন যখন সব কিছু করতে শিখেছিল
মনে হয়েছিল মৃত্যুঞ্জয় নিজেকে তখন তার
শেষ জীবনে সঙ্গ টুকু পেলেও ঝলসাতে হল একা,
সমাপ্ত হল সব কিছুই দেওয়া ও নেওয়ার।

-


18 NOV 2022 AT 21:14

তোমাকে ভালোবেসে পেয়েছি আমি পেয়েছি শুধুই অবহেলা
প্রেমের অজুহাতে ভালোবাসা নিয়ে করেছো কেনো ছেলেখেলা?

-


17 NOV 2022 AT 10:31

যার জন্য অপেক্ষারত সেই চেনেনি আমারে
ভালোবাসা মনের দুঃখে বিরহী অপেক্ষা করে।

-


15 NOV 2022 AT 17:49

জীবন আলোকে প্রানস্পন্দন শুরু হল যবে
একটু একটু করে শেখা, মোদের লড়াই জারি রবে।
তুমি আমি আমরা সবাই সেই লড়াইয়ে সামিল তাই,
ভালোর ভালো লেখা রবে ভাগ্যচক্রের খাতার পাতায়।

-


14 NOV 2022 AT 21:49

পথের ধারে কাঁদছে শিশু
ভাত পায়নি বলে....
ওদের আবার মর্ডান স্কুল
ট্যাবে শিক্ষা চলে।
দশ হাজারে হাজার শিশুর
ভরবে ঠিকই পেট
তবু মর্ডান ভাবে শিক্ষা দেবে
পেট ভরাতে করবে তবু Late.
তবু ঘটা করে মানতে হবে
শিশু দিবসের চার্ট রেট।
মরল শিশু পেটের জ্বালায়
শিক্ষা! ধূর ছাই.....
যে বাঁচাতে পারেনা একটা শিশু
তবে কিসের তরে ট্যাব দেওয়া চাই?
আগে বাঁচুক শিশু রাষ্ট্র পিতার
তবেই ট্যাবের ভোট...
তবে শিশু দিবস হবে
প্রতি রাজ্য-জেলায় Promote.

-



সেই ভাইয়ের কপালেও দিও ফোঁটা
বেকার যারা আজ ঘরে ঘরে ....
ঘুষ দিয়ে ওরা চাকরি কিনেছে
ভাই আমার বদ্ধ ঘরে কেঁদে মরে।
অসহায় সেই ভাই বোনগুলো পিচ গলানো মোড়ে।
চাকরি চাই তবু চাকরি নাই এগারো বছর পরে।
তিনটি বছর পার হলেই রাম বনবাস, টেট, এস এস সি। ওরে!
তোদের চাকরি কোথায়? রক্ষা কবচ ফোঁটাতেও কি রক্ষা করে?
লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কিন্তু ঠিকানা তার পুলিশ ভ্যান,
শ্রীঘর আজ কাঁদছে দ্যাখো! রাজ নেতারা সুপারম্যান।

-


Fetching अभिजित বাবন Quotes