QUOTES ON #অন্যভাবে

#অন্যভাবে quotes

Trending | Latest

Your quote দিলো আমায়
দাদা দিদি মামা ভাই বোন,
সকলেই আমার কাছে
আত্মীয় বন্ধু স্বজন।
বলতে পারো আমার মতো
সৌভাগ্যবান কয়জন ??
সকলের লেখা পড়ে
একটু লেখার চেষ্টা করি,
মনের ভাবনা গুলো আমি
কলমে তুলে ধরি।

আর মাত্র কয়েকটা দিন এখানে থাকতে পারবো, অনেক ভালো ভালো লেখা পড়তে পারতাম, অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে, লেখার উৎসাহ পেয়েছি। খুব মিস করবো সকলকে লেখার সাথে, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়, নিশ্চয়ই আবার দেখা হবে।

-


16 JAN 2020 AT 9:07

আমি মোটেও পাল্টে ফেলায় বিশ্বাসী নই।

কিন্তু বিশ্বাস করুন যে সবটুকু দিয়ে ভালোবাসবে সে নিজেই একসময় ''ওদের'' জন্যই পাল্টে যাবে। সেটা খানিকক্ষন এর জন্য হলেও, যাবে।
আর ''আমার একা থাকতে ইচ্ছে করছে না আর, তুই থাক প্লিজ'' এটা একবার শুনে নিলেই গোটা জীবনে আর সাধ্য থাকবে না অমন মানুষকে ছেড়ে যাওয়ার- হঠাৎ একদিন অজানা কারণেই সে সরে গেলেও আবারো!

-


26 MAY 2020 AT 14:24

ভালোলাগা পঙক্তি যখন অন্যভাবে মনে ধরা দেয়....

"...ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি..."
🤗
ক্ষুধার রাজ্যে কেউ খুঁজে পায় ক্লান্তিকর গদ্য;
ঝলসানো রুটি উদিত হয় পূর্ণিমার চন্দ মধ্য।

-


26 AUG 2019 AT 19:55

সমাজ এঁটেছে তকমা "ভালো-খারাপ "
স্পষ্টত পার্থক্য এক সূক্ষ্ম মার্জিন ;
যতই তুমি, 'লিবারেল' বুলি আওড়াও,
সেই তুমিও খোঁজ "ভার্জিন"..।।

-


9 JUL 2020 AT 19:12

গোধুলিবেলা....
শেষবেলায় সূয্যিমামা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে।বিকেলের আকাশটাকে যেন বড্ড মনে ধরছে আজ,তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে।
সূর্যাস্তটাকে আজকাল রোজই নতুন লাগে।
তবে আজ হল একটু অন্যরকম,পশ্চিম আকাশে যে এতক্ষন একটুকরো মেঘ ভেসে বেড়াচ্ছিল খেয়াল করিনি। হঠাৎ চোখে পড়ল, সেই ছোট্ট মেঘটাই ঘন কালো রূপ নিতে। ধীরেধীরে চারপাশের পরিবেশ থমথমে হয়ে এলো, ঠিক যেন ঝড়ের পূর্বাভাষ দিচ্ছে।এদিকে তখনও অন্য আকাশে সূর্যের লালটুকু স্পষ্ট।
চোখের পলকে সেই আকাশ উধাও হল,যেন কেও জাদুর কাঠি ছুঁইয়ে পালটে দিল চারপাশ।
নিমেষে অন্ধকার নামল চারিপাশে,সবাই যেন হঠাৎ তাদের কাজে একটু বেশিই ব্যস্ত হয়ে পড়ল।পশুপাখিগুলোরও যেন বাড়ি ফেরার তাড়া লেগে গেল হঠাৎ।আমার চারপাশের গাছগুলোও যেন উদ্যত হল আমাকে বাড়ি পাঠাতে,তারা যেন আমার কল্পনার অবসান ঘটিয়েই ছাড়বে।বড্ড হিংসুটে মনে হল তাদের,তারা যেন প্রকৃতির এই অপরূপ নির্যাস একাই ভোগ করবে।অনেক প্রচেষ্টার পর তারাও সফলতা পেল।
ফেরার পথে বৃষ্টি নামল অঝোরে।বাড়ি ফেরার চিন্তায় কল্পনায় বিঘ্ন ঘটল।তবু দেখলাম গাছগুলো কেমন পরম তৃপ্তিতে সদরে আলিঙ্গন করছে মরসুমের প্রথম বৃষ্টিকে।
গৃহবন্দি হয়ে আজ যেন প্রকৃতিকে একটু বেশিই আপন করে পাওয়ার সুযোগ পেলাম।জাদুকরের পরম যত্নে বানানো এই প্রকৃতির অনেকখানি নির্যাস যেন এই বিকেলেই উপভোগ করে ফেললাম।।

-


20 APR 2018 AT 1:39

আরও একবার এসো এভাবেই,
অন্য রূপে, অন্য ভাবে।
আরও একবার ডেকো এভাবেই,
অন্য ডাকে, অন্যরকম করে।

এবার এলে ছুটির পরেই,
আর আমি ঘন্টা দিলাম শব্দ না করেই,
আবার এসো একটু সময় নিয়ে,
আমি দাড়িয়ে থাকবো গেটের বাইরে,
সারাদিন ঘামে ভিজে।

আরও একবার এসো এভাবেই,
কিন্তু আমার জন্য, অন্যভাবে।।

-