QUOTES ON #SONAI

#sonai quotes

Trending | Latest
29 APR 2018 AT 18:49

।। সোনাই ।।

"সোনাই, সোনাই.. তুই যে আমার সোনাই.."
বলে ফেলি.. আদরে, আবদারে..
সেই রাস্তায় আর কুমুদিনী-র পাড়ে।

"সোনাই, সোনাই.. তুই যে আমার সোনাই.."
বলে ফেলি.. আয়নার সামনে দাঁড়ায়ে..
সর্বদা কল্পনায় নিজেকে ভাসায়ে।

"সোনাই, সোনাই.. তুই যে আমার সোনাই.."
বলে ফেলি.. কর না আদর একটু বন্য..
ভুল হোক না একটু উষ্ণতার জন্য।

-


11 APR 2018 AT 3:50

।। আমি ও সে ।। পর্ব-১

আমি হলাম আমি-ই.. আর সে হল সে-ই..
আমি ভালো কি মন্দ তা আমি জানিনা, কারণ নিজের বিচার নিজে করা যায় না। তবে সে..?
সে ছিল... না না, ছিল কি লিখছি, এখনো আছে সারা জীবন থাকবে। যাইহোক, সে আমার কাছে ভালোর অনেক ঊর্ধ্বে, সুন্দরের ঊর্ধ্বে, সকল কিছুরই ঊর্ধ্বে। তার খুব ছোটো থেকেই আমার প্রতি এক অদ্ভুত টান ছিল, আর তার প্রতি আমার টান? সেটা বলাই বাহুল্য। সে এখন ছোটো থেকে বড়ো হয়েছে, আর আমি তো অনেকটাই। আমি আর সে শুধুই বড়ো হয়েছি সেই অদ্ভুত টান সঙ্গে নিয়ে, কিন্তু আমি কখনো বোঝার চেষ্টাই করিনি এই টান টা কেন এত অদ্ভুত... যদি এরপর প্রশ্ন হয়, "কেন আমি বোঝার চেষ্টা করিনি?" কারণ, আমি জানতাম যে এই 'অদ্ভুত টান' টা বোঝার চেষ্টা করলে লাভ তেমন কিছুই হবে না, বরং মানসিক অনেক টা ক্ষতি হবে। অদ্ভুত টান টা বুঝতাম, কিন্তু পরিচিত হয়নি। পরিচিত না হয়েও আমি তার কাছ থেকে মায়া, মমতা, সহানুভূতি ও ভালোবাসা সবকিছুই পেয়েছি। কিন্তু আমি তাকে এগুলি দিতে পেরেছি কিনা জানিনা, সেটা সেই জানে.....

-


27 APR 2018 AT 16:07

।। আমি ও সে ।। পর্ব-৩

সে ছিল তার মতোই আমি ছিলাম আমার মতোই, দেখাও হোতো না, কথাও না। আমিও পড়লাম অন্য এক প্রেমে। প্রেমও চলছিল বেশ ভালোই। চারটি বছর পরে আমার এই প্রেম আর টিকলো না। বিভিন্ন কারনে প্রেমটি ভাঙলো, ভাঙলাম আমিও। বেশ কয়েক মাস কেটে গেছে, আমি আমার মতোই চলি, নিজের মতো ব্যস্ত, একটু চুপচাপ।

ঘটনাচক্রে, কোনো একদিন আমার ফোনে ফোন আসে তার। অনেক কথাই হচ্ছিল। কনফারেন্স-এ তার পিসতুতো দিদি প্রিয়াও ছিল। বেশ মজার কথা হচ্ছিল, অনেক হাসি হচ্ছিল। তারপর সে হঠাৎ-ই আবেগজড়িত সাহসিকতায় আমার প্রতি তার অন্তরের কথা জানায়। আমি যে বিষয়ে কখনো সাহসিকতা দেখাতে পারিনি সেই বিষয়টি কত সহজ ভাবেই আমাকে সে বলে দেয় তার পিসতুতো দিদি কনফারেন্সে থাকতেও। কথাটি শোনামাত্র আমি আমার মধ্যে যেন ছিলাম না, আমি যেন নিজের কান কেও বিশ্বাস করতে পারছিলাম না। তারপর...

-


1 MAR 2018 AT 16:32

মৌচাক তোমার ঠিকই,
থাকুক না তাতে যতই মিষ্টতা কিংবা হিংস্রতা..
মধু কিন্তু আমারই ।।

-


10 JUL 2020 AT 17:40

ভাষাহীন তুমি...
অনুভূতি জুরে....

-


13 APR 2018 AT 9:23

।। আমি ও সে ।। পর্ব-২

তাকে নিয়ে আমি বোকার মতন অনেক কিছু ভাবতাম, দেখতাম অথচ বুঝতাম না কিছুই। তবে একটা জিনিস বুঝতাম- যখনই ঐ ভাবনার জগৎ থেকে নিজেকে একটু সরিয়ে আনতাম, তখনই বুঝতাম বাস্তব টাকে। তারপর সেই ভিত্তিহীন ভাবনাগুলি আমার চোখে মরীচিকার মতন হয়ে যেত। তখন আমি খুব কষ্ট পেতাম, অথচ চোখ থেকে জল পড়তো না। অনেক টাই দূরে থাকতো সে। মাঝে মাঝে মনে হোতো, যাই ছুটে গিয়ে সমস্ত ভাবনার কথা তাকে গিয়ে বলে দিই। কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হোতো উচিৎ নয়, খুব ভয় পেতাম। আসলে ছিলাম তো সবে নবম-দশম শ্রেণীতে। সামান্য চোখের দেখাটুকুও দেখতে পেতাম না আমরা কেউ কাউকে, কথা তো অনেক দূরের ব্যাপার।
এইভাবেই চলে গেল কয়েকটি বছর। দ্বাদশ শ্রেণী হয়ে গেল আমার। আমি নিজেকে অনেকটাই সামলে নিয়েছিলাম, আমি ভাবতাম আমার চিন্তা-ভাবনা হয়তো সবই মিথ্যা... আমার প্রতি তার টান টা বুঝি আর নেই। আমি আমার জীবনের পথেই চলতে থাকলাম। তারপর...

-


10 JUN 2018 AT 12:42

আমি ও সে পর্ব-৪

আমিও আর চুপ থাকতে পারিনি। আমি আর সে দুজন দুজনের মনের সব কথা ভাগাভাগি করে নিলাম। সে অনেক অনেক কথা। ফুরায় আর না।

আমি আর সে দুজনেই জানি আমাদের মনের ইচ্ছে হয়তো কোনোদিনই পূরণ হবে না। তার বর্তমান ও ভবিষ্যৎ ইচ্ছাও হয়তো আমি সম্পূর্ণভাবে সঠিক জানিনা এই অদ্ভুত টান সম্পর্কে, তবে আমার ইচ্ছা এই অদ্ভুত টান টা সারাজীবন আমাদের মধ্যে যেন থেকে যায়। আমি তাকে কোনোদিনই হয়তো জীবনসঙ্গী করতে পারবো না, আর সেও আমাকে নয় হয়তো.. কারণ, 'বাস্তব', 'সমাজ', 'পরিবার', 'পরিজন' নামক বিষয়গুলি আমাদের এই অদ্ভুত টানের সম্পর্কটি মেনে নেবে না। সুতরাং ভাবলাম সমস্যা না বাড়িয়ে আমাদের নীরব ভালোবাসা নাহয় নীরবই থাক।

আমি আমার মরণের পরেও খুব খুশি থাকবো যদি... আমি তার গলার শব্দ নিয়মিত শুনতে পাই, আমি তার মনের সমস্ত কথা জানতে পারি, আমি তার স্পর্শ নিয়মিত অনুভব করতে পারি। আর সব চাইতে বেশি খুশি হবো যদি কোনোদিন...

-


7 APR 2019 AT 20:19

জানালার ধারে বসে তাকিয়ে দেখা,🤗
সূর্যিমামার অস্ত যাওয়ার লাল আভরণ চোখে আঁকা,☺
কানে হেডফোন হাতে চায়ের কাপ,😚
ছন্দবদ্ধ জীবনে সামান্য অবসরের সাথে আলাপ।❤

-


27 FEB 2022 AT 21:17

বেলা শেষের গান রক্তিম গোধূলি
মেঘের সাথে পশ্চিমাকাশে ভেসে চলে,
অথবা সারা দিনের শেষে,
রাতের বিজন আঁধারে ঘুমোতে যাওয়ার আগে,
কোনো অজানা পাখির চির আকুতি,সবই তো আবেগের প্রেক্ষাপটে আঁকা মধুর কত ছবি।
কোনো এক বৃষ্টির সকালে টাপুর টুপুর শব্দে
ভাঙা ঘুমে দেখা, সবুজ ঘাসের উপর স্নিগ্ধ শিশির ধারা।
সবই তো প্রকৃতির আপন খেয়ালে , খেলে যাওয়া কতই না খেলা।
স্যাঁতস্যাঁতে দেওয়াল থেকে ঝরে পড়া চুনের মতোই সবই একদিন জীর্ণ হয়ে যাবে।
তবু শীতের ঝরা পাতার শূন্য আকুতি পূর্ন করে নেবে, বসন্তের নব কিশলয়।

যাওয়া ও আশা এই তো জীবনেরই
অবিরাম বয়ে চলা।













-


11 JUL 2020 AT 19:31

বসুমতীর সৌন্দর্যে সলীল 'তুমিত্ব',
রূপে লাবণ্য, গুণে অনন্য,
হারিয়েছো শিশির ছোঁয়ায় একবার,
হারিয়োনা আবার আমার ন্যায় বহুবার;
প্রকৃতির চাঞ্চল্যতার নবজাগরণে,
সূচনাপর্ব ঘটেছে আজি তোমাতে,
ধরে রেখো এ আলোড়নকে নয়নেতে গেঁথে;
সুযোগ পেলে পাঠিয়ে অবসরে পত্রখানি,
'হাস্যকর ভূখণ্ডে সত্যিই উদাস কি তুমি?'
ভালো থেকো,সুখে থেকো চাই স্ব-হৃদয়েতে,
দেখবে রয়েছি আমি ওই রামধনুতে,
তোমার অনেকটা মুহূর্তের সাক্ষী রূপে,
ভুললেও থাকবো আমি একান্ত গোপনে।

-