A Non Entity   (Sangita Saha)
1.6k Followers · 66 Following

Joined 22 May 2018


Joined 22 May 2018
11 MAR AT 0:22

crimson-prison

হঠাৎ কখনও লাল জামা পরে নিলে
খুশি হয়েছি, বিকেলের ব্রিজটার মত
ভাবি, লাল আমার প্রিয় রঙ হতো যদি!
খারাপ কি এমন...

যাদের প্রিয় রঙ লাল, চোখের পাতায়
চিকচিক আলো
তাদের আনন্দ চিত্ত নিয়ে প্রশ্ন তুলতে পারি না।

শিশুটি খেলার ছলে লাল ওড়না মাথায় নিয়ে
মা সাজে।
অথচ মাকে তেমন লাল শাড়ি পরতে দেখা যায়নি,
ময়নাকে প্রতি মাসে বেছে বেছে দেয়
একটা করে লাল সুতো।

লাল প্রিয় রঙ হলেই পারতো!

-


10 JAN AT 0:08

|অভিযোগহীন|

জীবন কাছে এসে ধরা দিলে
অনিশ্চিত এর পা-এ বেড়ি পরিয়ে দিই।
সরলতা পরশপাথর। ছুঁয়ে দিলে বিদ্যুৎ
ছড়িয়ে ছারখার করে গত বাজারের ফর্দ
পুড়ে যাই তুমি, আমি।

প্রবলভাবে এরচে' বাঁচা শিখি;
জন্মের একাদশ পর্বে এই নিয়ে কথা হবে।


আপাতত আমরা দূরে সরে বসি
শব্দহীন হই
লাল-নীল সংসার গড়ে তুলি।

-


28 OCT 2023 AT 20:09

হেরে গেলে জানা নেই কার কাছে যাব
তাই জিতে যাওয়ার লড়াই
আমার রুগ্ন পাজরে এক পশলা বৃষ্টি।
তোমাকে এই অসুখেই কাছে পেয়েছি ব'লে
কাছে যেতে ভয় হয়;

ভেঙে গেলে ফের ঘুঁটি সাজানোর
হাত নেই।
দূরে থেকেই কি অপূর্ব নৈসর্গিক দৃশ্য!
ফানুশ জীবন- জ্বলন্ত রুপের মায়া।

তারাদের অন্য তুলনা...
এড়িয়ে চলি।

-


21 JUL 2023 AT 23:29

আরও কত দূর প্রবেশ করলে
নমনীয় হতে পারি?
ভাঙতে পারবে না কেউ, আওয়াজ আসবে না।
যথাবিধি, দেওয়াল ঘড়ি একলা ঘরে
অফিস ফেরত তোমাকে, দম ছাড়াই
সময়ের সাথে এগিয়ে নিয়ে যাবে।
এখনও চেষ্টা করছি গাছের বুকে মাথা পেতে
হৃদস্পন্দন শোনার,
জলের চলাচল স্বাভাবিক রাখার।
প্রত্যাশা না রাখলে ভাঙা ভাঙা দেহ
সমগ্র হতে পারে না কি?
প্রথা ভেঙে যারা চলে গেল তাবৎ বহতায়
তাদের সন্তরণ আমি শিখি নি।

আরও কত খাঁজে মানানসই হলে
নমনীয় বলা যাবে?

-


1 APR 2023 AT 22:48

|| ঝরে যাওয়া ফুল ||

আপাতত কিছুই বলার থাকে না আর
কাউকেই। বিষাদ ফুলগুলো আকাশ চেয়ে ইতস্তত
ছড়িয়ে দিচ্ছে ঘুম,
অজানা কারণে ঘুমের ভিতর তোমাকেই এ' রাস্তায়
নামিয়ে এনেছি আমি। কতক্ষণ ভেবেছি সমানে
কত কি! কত কি বলে ফেলবো...

ঘুম ভেঙ্গে, উঠে যাবো ভাবি। এমন জোড়ালো
ভাঙতে চেয়ে এপাশ ওপাশ করি;
তোমাকে বলে দেবো, ফুলের মৃত ঘ্রাণ
কেন এতো নষ্ট হয়ে যাওয়ায় লেগে থাকে দাগ
কি রেখে যায় ওরা, কেন ও'মন তাকায়, আর
অ্যানিনোমিটারে নৈঃশব্দের ঝড়

নিঃশব্দে ঘুমের ভাঙা পথে
তোমাকে হারিয়ে চলে যাচ্ছি
কথার সারি ধরে...
এগিয়ে গেলেই জানিয়ে যাবো তোমায়-
নিষ্ঠুর কারণ, অকারণ দাগ,
লাস্ট কলে কেঁপে ওঠা স্বর।

-


31 MAR 2023 AT 20:59

ভীষণ ভাবে বুঝতে পারি
হঠাৎ করেই একদিন একলা হয়ে যেতে হয়।
নদী, গাছ, আকাশ কারোর প্রসঙ্গ না টেনেই বলছি,
বয়ে যেতে হয় ব'লে, থেকে যেতে হয় ব'লে
ছাদ রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ব'লে-ই শুধু,
একটা এফোঁড়-ওফোঁড় সংসার
নকশিকাঁথায় কেঁদে মরছে। এ' ছাড়াছাড়ি কত খানি জরুরী
জানি না, তবে এ' ধরে রাখায়
ভাঙা ভাঙা ঘাটে পা ফেলে কোনো শিশু
আজও তোমার কথা ভাবে।
আমি তোমাকে ঈশ্বর!

তুমি জানো, তাই সামলাতে বলি না।

-


19 MAR 2023 AT 6:54

বাবা-মা দুজনেই উচ্চ রক্তচাপ নিয়ে আমায় বুঝিয়ে চলেছেন আমার কেন একটা চাকরির খুব দরকার। আমি রোজ ওনাদের মুঠো মুঠো সান্ত্বনা গিলিয়ে দিচ্ছি, ওষুধ না খেলে কি ভাবে আয়ত্তে থাকবে এই সব কিছু। আজ ব্লাড প্রেসার চেক আপ করে নড়বড় পা-এ এসে ওঁরা জানিয়ে দিচ্ছে, এবার আমার শান্ত হতে শিখতে হবে। আমার এ'সব কথা কাওকে বলার কোনো মানেই হয় না! আমার প্রেমিক আমাকে ভালোবাসে, আমারও উচিত ওর সাথে পালানোর ঊনপঞ্চাশতম প্ল্যান করার পর ওঁদের প্রেসারের ওষুধ গুছিয়ে আইবুড়ো যাবতীয় আলো ঝাঁকে ঝাঁকে জড়ো করে ওঁদের হাতে তুলে দেওয়া। পঞ্চাশতম প্ল্যানিং-এ পা টেনে টেনে হাঁটছি। আবারও বলছি আমি একটা মেয়ের কাজই করতে পারি; এর বেশি, ওষুধের মোড়কের পাশে ঈশ্বরের গন্ধ, জলের গ্লাসে আমার অবয়ব আঁকতে দেখি! শেষতম রক্তবীজ,"চন্দ্রবিন্দু" অক্ষর জ্ঞান হারিয়ে ফে'লে হাত ছেড়ে যাচ্ছে,
চলে যাচ্ছি তোমাদের ফেলে অনেক দূরে, অনেক...

-


17 FEB 2023 AT 10:45

||তরল||

এমন অসহায়ত্বের উদ্দেশ্যহীনতা!
টুপটাপ আলো
গলে জল হয়ে গেলে
নিজেকে আটকে রাখার অবলম্বন খুঁজি।


আর তুমি এখনও হুজ্জতি করা মেয়ে ভাবো আমায়?

-


16 FEB 2023 AT 21:39

হারিয়ে ফেলতে দাও এবার। এত ওঠানামা
কার কাছে রাখবো?
এবার একটু কষ্ট লেখার চাইতে গাইতে দাও-
আলুথালু শরীর
ও স্পর্শ; ফেলে আসা পুরাতন ঋতু
স্মৃতিকে মধুর বলে কে?
আমি তো জানি এদের নামে যে বিচ্যুতি
সে সব ফাঁকে জীবন আটকে বসে।

দম আটকে আসছে বলেই বলছি
(নইলে, উঠতো চাঁদের টিপ)
ফের যদি হারিয়ে যাও
আমাকে পার করে দিও এ যাত্রায়:
"Now she is out of time"

-


15 FEB 2023 AT 9:51

|| গাছ হয়ো না ||

নিমেষের ধূলী ঝড়ে যাকে আকণ্ঠ
গলাধঃকরণ করি, তাকে আমি
ভয় পাই না। বা পাই, অন্য কোনো আড়ালে!
উড়ে উড়ে বেড়ায় গুড়িগুড়ি কথার লার্ভা
বাড়িয়ে দেয় বুড়ো শালিকের দিন, নাম, পরিচয়।
তুমি যে দিন বুঝবে এর এত শক্তি নেই
তাই অতলে লুকোতে ভয় পায়!
যদি জানো কোনো অঘটন
হঠাৎ পড়ে যাওয়া তোমার শব্দ কোষের ন্যায়;

সচেতন হই। ঠিক করে পা ফেলায় কেন এত কষ্ট?
ঈশ্বরের গন্ধ আপাতত ওষুধের মোড়কে তুলে রাখা শ্রেয়
এর বেশি আরোগ্য চাওয়ার দুঃসাহসিকতা নেই আমার।
দীর্ঘব্যাপী প্রফুল্লে, ক্ষণস্থায়ীর ক্ষতি করতে পারবো না
যার ভালো থাকার অর্থ দুঃখ উদযাপন
তাকে বুঝতে চেয়ো না। বা চেয়ো, দায়হীন।

-


Fetching A Non Entity Quotes